নিজস্ব সংবাদদাতা: দুর্ঘটনা কেবলমাত্র চালকের দোষেই হয়না। চালক কিংবা পথচারী কিংবা গাড়ির দোষেই নয় স্রেফ রাস্তা পরিচালনা বা রোড ম্যানেজমেণ্টের অভাবেও ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। সড়ক নির্মানের সময়, নির্মানের পরে কিংবা নতুন সড়কে যান চলাচল শুরু হওয়ার সময় যদি ঠিকঠাক সড়ক চিহ্ন না দেওয়া হয়,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কোথায় থামা কিংবা কোথায় রাস্তা পরিবর্তিত হচ্ছে তা সঠিক ভাবে সংকেত বার্তা চালকদের না দেওয়া হয় তবে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এমনই সব নানা বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের ৪০জন ইঞ্জিনিয়ারকে ৫দিনের প্রশিক্ষন দিল আইআইটি খড়গপুর এবং এশিয়ান ইনস্টিটিউট অব ট্রান্সপোর্ট ডেভলপমেন্ট বা এআইটিডি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আইআইটির বিভাগীয় অধ্যাপক ভার্গব মৈত্র জানিয়েছেন, ” যেভাবে রাস্তায় যানবাহনের সংখ্যা বাড়ছে এবং তার সাথে দুর্ঘটনাও তাতে সড়ক পারিবহনের যুক্ত সর্বস্তরের ব্যবস্থাকেই একটি পরিকল্পিত ব্যবস্থার আওতায় আনতে হয়। আমরা আইআইটির পক্ষ থেকে দীর্ঘ গবেষনা ও কেস স্টাডির পর দুর্ঘটনা রোধে বেশকিছু পরিকল্পনা গ্রহন করেছি তারই অঙ্গ হিসাবে এই প্রশিক্ষন। আমরা এখানে রোড সেফটি অডিট বিষয়ক প্রশিক্ষন দিচ্ছি।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই রোড সেফটি অডিট বলতে কি বোঝায় তারই প্রাঞ্জল ব্যখ্যা দিতে গিয়ে আইআইটি খড়গপুরের চিত্রাগুপ্তা স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্টের অধ্যাপিকা স্বাতী মৈত্র বলেন, ‘রোড সেফটি অডিট হল সড়ক নির্মাণকালে কিংবা চালু সড়কে গাড়িগুলি কিভাবে নিয়ন্ত্রন করা হবে , রাস্তায় কি ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হবে তার বিজ্ঞান। এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এর সঠিক প্রয়োগ ঘটালে দুর্ঘটনা বহুলাংশে নির্মূল করা সম্ভব হবে।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২১ থেকে ২৫অক্টোবর এই পাঁচদিনের কর্মশালার ফলে উপস্থিত পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা পথ নিরাপত্তা বিষয়ে পশ্চিমবঙ্গের সেরা সম্পদ হবেন বলে আশা প্রকাশ করেছেন এশিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট ডেভলপমেন্টেr ডিরেক্টর অধ্যাপক প্রদীপ সরকার। তাঁর কথায় , এবার এঁরাই রিসোর্স পারশন হয়ে আরও সবাইকে বিষয়টি নিয়ে প্রশিক্ষন দিতে পারবেন। আর তার ফলে পশ্চিমবাংলায় আরও অনেক পথ নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ তৈরি হবেন।
উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সঙ্গে ধারাবাহিক ভাবে পথ নিরাপত্তা নিয়ে কাজ করে আসছে আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুরের উদ্যোগেই প্রথম চালকদের জন্য শিক্ষামূলক বই প্রকাশ করা হয়।
বাংলা, হিন্দি ও ইংরেজি এই তিন ভাষায় বই প্রকাশ করা হয়। ইঞ্জিনিয়ারদের নিয়েও এটা দ্বিতীয় দফার প্রশিক্ষন বলে জানিয়েছে আইআইটি। এই প্রশিক্ষনের ব্যয় বহন করছেন ভারত সরকারের কেন্দ্রীয় পারিবহন দপ্তর।