নিউজ ডেস্ক: ব্যাঙ্ক ম্যানেজারের পরিচয়ে বিশ্বাস করেই বিপাকে শিলিগুড়ির এক শিক্ষক। সাইবার জালিয়াতির শিকার হন তিনি বলে অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে লক্ষাধিক টাকা।
শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার বাসিন্দা সুধীন সরকার।তিনি স্থানীয় একটি হাইস্কুলে শিক্ষকতা করেন।
গত ১০ ফেব্রুয়ারি তার মোবাইলে একটি ফোন আসে।সুধীন বাবুর অভিযোগ, তিনি স্কুল থেকে ফিরে খেতে বসেছিলেন।তখনই একটি ফোন আসে।ফোনের অপর প্রান্তে থাকা এক ব্যক্তি ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে জানিয়েছিল এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।শেষ হওয়ার তারিখও জানায় সে।
সুধীন বাবু দেখেন কার্ডে লেখা শেষ তারিখের সঙ্গে ফোনে বলা সেই তারিখ মিলে যাচ্ছে।তারপরই বিশ্বাস করে সুধীন বাবুর ছেলে কার্ডের নম্বর ও মোবাইলে আসা ওটিপি জানিয়ে দেন।এরপরই তার মোবাইলে মেসেজ ঢোকে।সেখানে দেখা যায় তার অনেক টাকা গায়েব হয়েছে।তৎক্ষণাত তিনি ব্যাঙ্কে যান।স্টেটমেন্ট বের করেন।
নিমেষে কয়েক ধাপে অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ।ইতিমধ্যেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
শহরজুড়ে ফের সক্রিয় এক বা একাধিক দল।যারা সাইবার ক্রাইমের ঘটনা ঘটায়।কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে তার তদন্তে নেমেছে পুলিশ।