(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আপনি নিজে থানায় যেতে পারবেননা কারন বেআইনি ভাবে মোহর কিনতে গেছিলেন আপনিই। বীরভূমের কল্যাণপুরের এই জালিয়াতি ব্যবসা জমে ক্ষীর হয়ে উঠেছে মা-মাটি-মানু্ষের সরকারের আমলে কারন বালি খাদান, মোরাম কিংবা পাথর খাদানের মত এই ব্যবসারও নিয়ন্ত্রনে স্থানীয় তৃণমূল নেতাদের। জালিয়াতির বখরা পাওয়ার বিনিময়ে এই ব্যবসাকে প্রায় বৈধতার পর্যায়ে তুলে দিয়েছেন তারা। ভাবলেন পুলিশের কাছে না গিয়ে স্থানীয় নেতাদের ধরে একটা বিহিত করে নেবেন তার ফল হবে আরও মারাত্মক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ফাঁদে ফেলার রমরমা ব্যবসার নিয়ন্ত্রন কোন গোষ্টির নিয়ন্ত্রনে থাকবে তাই নিয়ে আবার এলাকায় আড়াআড়ি ভাগ তৃণমূলের দুটি গোষ্টি। আর সেই গোষ্ঠীর লড়াইয়ে হয়ে উঠল অগ্নিগর্ভ। ঘটনার জেরেই সেখ ইনসান নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে গুলি লেগে। জানা গেছে,তৃণমূলের জেলা কমিটির সদস্য সাধন চট্টোপাধ্যায় ও ব্লক সভাপতি সাবের আলীর গোষ্ঠীর মধ্যে এই লড়াই। লড়াইকে ঘিরে ব্যাপক বোমাবাজি হয়। ঘটনায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৬ বছর বয়সী সেখ ইনসান নামে এক যুবকের বলে খবর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সূত্রের খবর মঙ্গলবার ভোর থেকেই চরম আকার নেয় দুই দলের সংঘর্ষ । চলে ব্যাপক বোমাবাজি। গুলিও। আর সেই লড়াইয়েই মৃত্যু হয় ওই যুবককের। সঙ্গে আরো অনেকে জখম হয়েছে বলে জানা গেছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।