বৃহস্পতিবার দিঘায় ‘বুলবুল’ নিয়ে সতর্ক করছে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সতর্কতা জারিই করে দিল দিঘা প্রশাসন। একই সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে বকখালি সহ সমুদ্র উপকুলগুলিতে। পর্যটকদের জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার কোনও মতেই হাঁটু জলের বেশি সমুদ্রে নামা যাবেনা। শুক্রবার হয়ত পুরোপুরি সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হতে পারে। কারন বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্মচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এ রাজ্যের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ভয়াল ঘূর্ণিঝড়ের আকার নেবে বুলবুল। এরপর আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বুলবুল। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘূর্ণিঝড়ের জোরালো প্রভাব পড়তে চলেছে আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত । দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৭ নভেম্বর সকালে ওই অঞ্চলে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিমি। এই সময় হাওয়ার সর্বোচ্চ বেগ ছুঁতে পারে ঘণ্টায় ৯০ কিমি। ৯ নভেম্বর সন্ধ্যায় হাওয়ার বেগ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময় হাওয়ার বেগ ছুঁতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিমি। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে বদলে যাবে পরিস্থিতি। ‘বুলবুল’ তাণ্ডব শুরু করবে ওড়িশা-অন্ধ্র উপকূলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গও ছাড় পাবে না ‘বুলবুলে’র হাত থেকে। আবহবিদরা জানিয়েছে, আন্দামান সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এসে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা রূপান্তরিত হবে ঘূর্ণিঝড়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইতিমধ্যেই দিঘার সমুদ্র উপকুলে পুলিশ ও নুলিয়াদের কড়া নজরদারি রাখা হয়েছে পর্যটকদের সমুদ্র স্নানের ওপর। মৎসজীবিদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাঁদের রেডিও বার্তা পাঠানো হয়েছে ফিরে আসার জন্য।