Homeএখন খবর৭৫বছরে বেলদার রসুলপুর প্রাথমিক, বর্তমানের সাথে মিশে গেল নস্টালজিক অতীত

৭৫বছরে বেলদার রসুলপুর প্রাথমিক, বর্তমানের সাথে মিশে গেল নস্টালজিক অতীত

নিজস্ব সংবাদদাতা: পায়ে পায়ে ৭৫বছড়ে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা রসুলপুর প্রাথমিক বিদ্যালয়। এই ৭৫ বছরে শুধুই জেলা নয়, রাজ্য তথা দেশকে এই বিদ্যালয় উপহার দিয়েছে বহু প্রথিতযশা ব্যাক্তিত্ব যে তালিকায় রয়েছেন শিক্ষাবিদ  থেকে চিকিৎসক। ৭-৮ নভেম্বর প্ল্যাটিনাম জুবিলির সেই অবসরে মিলে মিশে গেল অতীত আর বর্তমানের সেই আবেগ।  বৃহস্পতিবার বর্ষপূর্তির শুভলগ্নে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই শোভাযাত্রার বিদ্যালয়ের এলাকার সমগ্র অঞ্চল পরিক্রমা করে ।স্কুলের কচিকাঁচা ছাত্র ছাত্রীদের সঙ্গে পা মেলান তাদের বাবা-মা ও এলাকার সর্বস্তরের মানুষ । শোভাযাত্রায় ছিল বাচ্চাদের পছন্দের জীবন্ত পুতুল ‘ড্রাগন নৃত্য ‘বিভিন্ন মনীষীদের জীবন্ত স্ট্যাচু এবং আদিবাসীদের ধামসা মাদল সহযোগে নৃত্য । যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছিল । শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন ,প্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

৭৫বছর  উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী দের আমন্ত্রণ করা হয়েছিল ।
আমন্ত্রিত প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের প্রধান উদ্বোধক তথা লন্ডন ফেরত প্রখ্যাত চিকিৎসক প্রসন্ন কুমার প্রামানিক ।তিনি বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের পুরনো স্মৃতি রোমন্থন করেন ।হাসতে হাসতে মনে করিয়ে দেন বাংলা মাধ্যমে পড়ার পর ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করতে গিয়ে কি অবস্থা হয়েছিল ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়া বতর্মান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম বাবু বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বিদ্যালয় এর অবস্থা তুলে ধরেন এবং এলাকাবাসীদের সঙ্গে থাকার আহ্বান জানান।এছাড়াও এদিনের এই অনুঠানে অতিথী হিসাবে উপস্থিতি ছিলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির প্রাক্তন শিক্ষক ননীগোপাল শীট ,বীনা শীট সহ অনানরা।

RELATED ARTICLES

Most Popular