Homeএখন খবরদিঘায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেই সমুদ্রে নেমে তলিয়ে গেলেন পর্যটক, মৃত আরও এক

দিঘায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেই সমুদ্রে নেমে তলিয়ে গেলেন পর্যটক, মৃত আরও এক

রবিবারের দিঘা 

নিজস্ব সংবাদদাতা: দুর্যোগ মুক্ত দিঘাতেও মৃত্যু হল ২জনের । বুলবুলের কারনে শুক্রবার এবং শনিবার সমুদ্রে নামার নিষেধাজ্ঞা থাকলেও রবিবার তা ছিলনা। দু’দিন সমুদ্রে না নামার জন্য প্রবল ইচ্ছাও কাজ করছিল পর্যটকদের মধ্যে। আর সেই উদ্দামতাকে ভর করে তলিয়ে গেলেন এক যুবক। অন্য দিকে সমুদ্রে চান করতে নেমে হঠাৎ ই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে আরেক পর্যটকেরও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘূর্ণিঝড় বুলবুলের কারনে শুক্রবার ও শনিবার কাউকে সমুদ্রে নামতে  দেওয়া হয় নি। সমুদ্র উত্তাল থাকার জন্য সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় । রবিবার সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয় । নিষেধাজ্ঞা উঠে যায় সমুদ্র স্নানের ওপর।তারপরই সমুদ্রস্নানের চেনা ছবি নজরে পড়ে দিঘা সহ তাজপুর, মন্দারমণি এবং শঙ্করপুরের সৈকতে।ভিড় দেখেই দোকানপাটও খুলে বসেন ব্যবসায়ীরা।দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুজন দত্ত বলেন,”দিঘার সব কিছুই এখন স্বাভাবিক।”

আহতকে নিয়ে হাসপাতালের পথে 

এদিন দুপুরের কিছুই পরে বিকেল নাগাদ নিউ দিঘার ক্ষণিকাঘাটে বন্ধুদের সঙ্গে স্নানে নেমে তলিয়ে যান  নামের উত্তর চব্বিশ পরগণার বারাসতের বছর বিয়াল্লিশের ইন্দ্রনীল মজুমদার।নুলিয়ারা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে ওল্ড দিঘার সি-হক ঘোলা ঘাটে বন্ধু এবং পরিবারের লোকেদের সঙ্গে স্নানে নেমে অসুস্থ্য হয়ে পড়েন দক্ষিণ চব্বিশ পরগণার পাটুলিয়ার বাঘাযতীন এলাকার বাসিন্দা সঞ্জয় নস্কর(৪৫)।দুপুর সাড়ে ১২ টা নাগাদ তাঁকে দিঘা হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে জানিয়েদেন সঞ্জয়কে।হৃদরোগে মৃত্যু বলে অনুমান তাঁদের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে প্রশ্নও উঠছে শুক্রবার পর্যটকদের হোটেল ছাড়তে বলা হলেও সব পর্যটককি হোটেল ছেড়েছিলেন? যদি তাই হয় তবে সাতসকালেই দিঘায় এত পর্যটকের ভিড় নামল কি করে। বুলবুলের কারনে ভোর ভোর এত পর্যটক এসে পৌঁছাতে পারেনা। 

RELATED ARTICLES

Most Popular