নিজস্ব সংবাদদাতা: লাইট-ক্যামেরা-অ্যাকশন…. বাংলা চলচ্চিত্রের ছদ্দবেশী-২ শুটিং শুরু হয়েছে সবে। শুটিং এর প্রেক্ষাপট জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম এর বাঁশতলা। রেলস্টেশন সংলগ্ন জঙ্গল এলাকায় অভিনয়ে রয়েছেন বাংলার কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। মুখ্য চরিত্রে রয়েছেন হীরন। যদিও তিনি এদিন উপস্থিত হননি। কাঞ্চন মল্লিক ও অন্যান্য কলাকুশলীদের অভিনয় ছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিনয় শুরুর কিছুক্ষণ পরেই উদয় হলেন দলমা থেকে আসা এক অতিকায় গজরাজের। গজরাজকে দেখেই হুলস্থুল পড়ে যায়। এদিক ওদিক যে যেদিকে পেরেছে সেদিকেই দৌড় ।পরবর্তী ক্ষেত্রে এলাকার স্থানীয় মানুষজন ঘটনাস্থলে এসে গজরাজ কে নির্ভিগ্নে জঙ্গলের গভীরে পৌঁছে দেয়। প্রাণ ফিরে পায় কলকাতার কলাকুশলীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ। ঝাড়গ্রাম শহর থেকে বেশ কিছুটা দূরে, শাল জঙ্গল ঘেরা বাঁশতলা রেলস্টেশন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রকৃতির মন ছোঁয়া পরিবেশ রয়েছে স্টেশন চত্বর এলাকায়। স্টেশন চত্বরে এলাকাতেই দিন কয়েক ধরে চলছে বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের “আরো এক ছদ্মবেশী”র শুটিং। শুটিং দেখতে আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্টেশন এলাকায় ভিড় জমিয়েছেন হাজারো সাধারণ মানুষ। শুটিং চলাকালীন সোমবার এক দাঁতাল বেরিয়ে পড়ে। যদিও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এলাকার মানুষজন দাঁতালকে গভীর জঙ্গলে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন।
পাশাপাশি প্রশ্ন উঠেছে, রেল স্টেশনে শুটিং করার অনুমতি রয়েছে কিনা। বাঁশতলা রেলস্টেশন একটি ছোট মানের স্টেশন। একটি সেড রয়েছে মাত্র। সেখানে মাথা গুঁজে দাঁড়াতে পারেন জনাকয়েক যাত্রী।সেই স্টেশন চত্বর এলাকায় রোজদিন হাজার মানুষ জমায়েত হচ্ছেন শুটিং দেখতে। তার ফাঁকেই আপ ও ডাউন লাইনে দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন, মালগাড়ি। প্রশ্ন উঠেছে এত মানুষের ভিড়ে যদি কোন দুর্ঘটনা ঘটে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমনকি শুটিং চলাকালীন সেভাবে কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। রেলের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি তা জানিয়ে দিয়েছেন বাঁশতলা স্টেশনে কর্মরত রেলকর্মীরা। তারা জানিয়েছেন, রেল দপ্তর থেকে শুটিংয়ের অনুমতি কাগজপত্র তাদের কাছে এসে পৌঁছয় নি। অভিযোগ উঠেছে, নিরাপত্তা বিহীন ভাবে রেল স্টেশন এলাকায় কিভাবে শুটিং করছেন। এ ব্যাপারে অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অন্যান্য কলাকুশলীদের কাছে জানতে চাওয়া হলে তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।