(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্ষা হাঁসদা নামে ওই বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। আর এই অভিযোগ তুলে সকাল থেকে চলে পথ অবরোধ। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে অবরোধের মুখে পড়ে। প্রায় ২ঘন্টা অবরোধ চলার পর ঘটনার প্রকৃত তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ অবরোধ মুক্ত ও দেহ উদ্ধার করতে সক্ষম হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সন্ধ্যা গড়িয়েও সেই অবরোধ চলতে থাকে। এরপর পুলিশ ওই চারজনকে ছেড়ে দেয়। জয়ের আনন্দে রাতে পিকনিক করছিল বিজেপি কর্মীরা। খাওয়া দাওয়া শেষে সবাই বাড়ি ফিরে যায়, বাড়ি ফেরেন বর্ষাও ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্ষার স্ত্রী অঞ্জলি জানান বাড়ি ফিরেও খাওয়া দাওয়া করে একবার বাইরে গেছিল তাঁর স্বামী তারপর ফিরে এসে শুয়ে পড়ে । ঘুমিয়ে পড়ে তারাও। তারপর এই কান্ড। এরপর শুক্রবার সকালে সন্তোষপুরে নিজের বাড়ির অদুরে এক গাছের থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক গৌরীশংকর অধিকারীর দাবি, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি সেখ আজারুলের নেতৃত্বে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাকে খুন করে তাকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার নামে সাজানোর চেষ্টা চালাচ্ছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অধিকারীর দাবি পথ অবরোধে অংশ নেওয়ায় বৃহস্পতিবার বেশ কয়েকবার ফোনে হুমকি দেওয়া হয় বর্ষাকে। বাড়ি ফেরার সময় রাত ৯টার সময়েও তাঁকে বলা হয়েছিল আজ রাতেই তাঁকে শেষ করে দেওয়া হবে। সেটাই করেছেন আজারুল বাহিনী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হত্যা অথবা আত্মহত্যা , রাজনীতি অথবা পারিবারিক অশান্তি বোঝেননা অঞ্জলি । চার বছরের নিচে থাকা দুটি ছোট শিশু নিয়ে অন্ধকারে পড়েছেন তিনি । ক্রমাগত কেঁদেই চলেছেন। বড় শিশুটি এতই অবোধ যে এত কান্নাকাটি হৈচৈয়ের মধ্যে শ্লেটে পেন্সিল দিয়ে আঁক কেটেই চলেছে। বাবা যে আর কোনও দিনই ফিরবেনা সেটা বোঝার ক্ষমতা টুকুও নেই তার। ছোটটি মায়ের কোলে মায়ের কান্নার দিকে অবাক হয়ে তাকিয়ে।