কেমন করে ছিনতাই ? দেখাচ্ছেন লিপিকা দে |
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম শহর যেন ছিনতাই আর রাহাজানির শহর হয়ে উঠেছে। সব চেয়ে মারাত্মক হল অরন্য শহরে সান্ধ্যভ্রমন এখন আতঙ্কের প্রতি কয়েকদিন অন্তর শহরের কোনও না কোনও প্রান্তে ছিনতাইবাজদের কবলে পড়ছেন মহিলারা। রবিবারও তারও ব্যতিক্রম হয়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ঝাড়গ্রামের প্রয়াতঃ প্রখ্যাত চিকিৎসক সীতানাথ দে ‘র স্ত্রী লিপিকা দেবী সান্ধ্য ভ্রমণ সেরে বাড়ি ফিরে যখন ঘরের দরজা খুলছিলেন সেই সময় কালো কাপড়ে মুখ ঢাকা এক দুষ্কৃতী পিছন দিক থেকে এসে তার গলার সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। এই সময় ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন লিপিকা দেবী । আশ্রয় নেন পাশের একটি নার্সিংহোমে। সেখান থেকেই খবর দেওয়া হয় পুলিশে। এরপর ঝাড়গ্রাম থানা থেকে পুলিশ বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঠিক এই একই ঘটনা ঘটেছিল ২১শে অক্টোবর। ঝাড়গ্রাম হাসপাতালের পেছনের রাস্তায় সান্ধভ্রমনে থাকা বাছুরডোবার বাসিন্দা মিতালি দলুইয়ের হার ছিনতাই করেছিল দুস্কৃতিরা। পুলিশ অবশ্য এক্ষেত্রে তিন দুস্কৃতিকে পরে গ্রেপ্তার করে। এর আগে ঝাড়গ্রাম সেটেলমেন্ট মোড় কিংবা স্টেডিয়ামের পাশেও ছিনতাইয়ের শিকার হয়েছেন মহিলারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে সব চেয়ে বড় ঘটনাটি ঘটেছিল মাত্র ৬দিন আগে। ১১নভেম্বর রাত ৯টায় শহরের ব্যস্ততম এলাকা বাছুর ডোবায় মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ী পবন আগরওয়ালের মুদি দোকানের ক্যাশ বাক্স লুট করে নিয়ে পালায় দুস্কৃতিরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার সন্ধ্যায় এক সপ্তাহের মধ্যে ফের এক মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শহরে অরন্য বেষ্টিত এই শান্ত শহরকে অনেকেই ভ্রমণের জন্য বেছে নেন সন্ধ্যাবেলাকেই। বিশেষ করে মহিলারা সারাদিনের কাজের শেষে ওই সময়টাকেই বেছে নেন। চিকিৎসকদেরও পরমর্শ যে দুষণহীন সান্ধ্যভ্রমন স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু সেই সান্ধ্যভ্রমনে একের পর এক দুস্কৃতি হামলা প্রশ্নের মুখেই দাঁড় করিয়ে দিয়েছে এই শহরের নিরপত্তা কে।