নিজস্ব সংবাদদাতা: রবিবারের পর সোমবারও ইতিহাস লেখা হল ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এর পরিচালন কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে রাজপরিবারের সরকারি প্যানেল (সভাপতি শিবেন্দু বিজয় মল্লদেব মনোনীত প্রার্থী) প্রথমবার পরাজিত হল এবং এই বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আশ্চর্যের কথা এই যে বাম জামানাতেও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে রাজাবাবুদের দেওয়া প্যানেলই ছিল শেষ কথা। তাঁদের দেওয়া প্যানেলের বাইরে গিয়ে কেউ প্রার্থী হতনা। ফলে নিরঙ্কুশ ভাবেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হতেন রাজ প্রতিনিধিরা। দীর্ঘদিন এই বিদ্যালয়ে মনোনীত ব্যবস্থাপনা ঐতিহ্য ভেঙে চুরমার করে দিয়েছেন শিক্ষকরাই ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে গিয়ে প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিয়ে বন্ধু শিক্ষকদের সমর্থন নিয়ে জয়ী হয়ে পরিচালন ব্যবস্থায় যুক্ত হলেন শ্রী রজত সামন্ত, শ্রী মানস ঘোড়াই ও শ্রী অরূপ নন্দী। জয়ীরা সর্বোচ্চ ৩০ ও সর্ব নিম্ন ২২টি ভোট পেয়েছেন অন্য দিকে বিপক্ষে ভোট গিয়েছে সর্বোচ্চ ১৪ ও সর্ব নিম্ন ৯টি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গতকাল রবিবার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এই স্কুলের মাঠ থেকে সরানো হয় জঙ্গলমহল মেলা। ৩৩লক্ষ টাকা খরচে ফের মাঠে মেলা করার সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল ঝাড়গ্রাম। ফলে সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হয় সরকার।