গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃআজ বাংলার প্রতিটি কৃষিজীবি পরিবারে মুটপুজো হয়।পূর্ব বর্ধমানের কাটোয়ার বিভিন্ন জায়গার সঙ্গে নন্দীগ্রামেও মুটপুজো হয়। মুটপুজোতে মূলতঃ অংশগ্রহণ করে কৃষিজীবি পরিবারগুলো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুটপুজোতে কার্তিক সংক্রান্তির ভোরে প্রতিটি কৃষিজীবি পরিবারের একজন সদস্য স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তাদের ধানের জমিতে হাজির হয়।ওই সদস্যটি সঙ্গে নিয়ে যায় একটি কাস্তে,সুপারি,সন্দেশ,দুর্বাঘাস,একটি ধূপকাঠি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা যায়,যে জমিতে নবান্নের জন্য ধান লাগানো হয় সেই জমির ঈশান কোণে কৃষিজীবি পরিবারের ওই সদস্যটি হাজির হয়ে আড়াই গোছ ধান কেটে একটি শুদ্ধ বস্ত্রে বেঁধে বাড়িতে আনেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাড়িতে আসলে গৃহকত্রী তার পা জল দিয়ে ধুইয়ে দেয়।তারপর শঙ্খধ্বনি, উলুধ্বনি দিতে দিতে ঠাকুরঘরে এসে আড়াইগাছ ধানকে মুট হিসাবে রাখা হয়।তারপর একজন ব্রাহ্মণ পুজো করে। এইভাবেই আজকে সর্বত্র মুটপুজো হয়।