নিজস্ব সংবাদদাতা: বাস চালকের অন্যমনস্কতায় মঙ্গলবার সাত সকালে ফের দুর্ঘটনা জাতীয় সড়কে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকায় ৬০নম্বর বালেশ্বর-রানীগঞ্জ জাতীয় সড়কে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে উল্টে গেল বাস। ঘটনায় ২৫জন বাসযাত্রী আহত হয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আহত বাসযাত্রীরা জানিয়েছেন বেলদা থেকে দাঁতন থানার সোনাকোনিয়ার উদ্দেশ্য যাচ্ছিল বাসটি। ওই রাস্তায় সাঞ্যাপাড়া নামে একটি বাস স্টপেজের কিছু আগেই এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে চালক। যাত্রীরা জানিয়েছেন, ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারার জন্যও দায়ি চালকের অন্যমনস্কতাই ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর যাত্রী ও কন্ডাক্টর, বাসের হেল্পার চালককে বাস থামাতে বললেও চালক বাস থামায়নি। বাসটি এগিয়ে যেতে থাকে রাস্তা বরাবর এবং বেশকিছুটা যাওয়ার পর উল্টে যায় বাসটি। জাতীয় সড়কের পাশে ঝোপঝাড় ও গাছপালা থাকায় একপাশে উল্টেই আটকে যায় বাসটি। নচেৎ আরও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভবনা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি দেখতে পেয়েই ছুটে আসেন বাসস্টপেজে অপেক্ষমান যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক উদ্ধার কার্য শুরু করেন তারাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। আহত সাইকেল আরোহীও ওই হাসপাতালে চিকিৎসাধীন।