Homeএখন খবরবিশ্ব এইডস দিবসে ঝাড়গ্রামে বর্নাঢ্য শোভাযাত্রা

বিশ্ব এইডস দিবসে ঝাড়গ্রামে বর্নাঢ্য শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা: ১লা ডিসেম্বর আন্তর্জাতিক এইডস দিবস। এইডস সম্পর্কিত সচেতনতার পাশাপাশি এইডস সম্পর্কিত ভ্রান্ত ধারনার বিরুদ্ধে প্রচার চালানোও এই দিবসের অন্যতম লক্ষ্য। সেই উপলক্ষ্যে ঝাড়গ্রাম শহরে একটি  বিশাল বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝাড়গ্রামের তপসিয়ার বিএমওএইচ ডাঃ কে এন মাহাত, লালগড়ের বিএমওএইচ ডাঃমহেশ্বর মান্ডি সহ জঙ্গল মহলের বিএমওএইচ দের সাথে ঝাড়গ্রাম জেলার  সিএমওএইচ প্রকাশ মৃদ্দা সহ সমস্ত আধিকারিক রা সামনে থেকে নেতৃত্ত্ব দেন। হাসপাতাল থেকে শোভা যাত্র শহর প্রদক্ষিণ করে। মাঝে পাঁচ মাথার মোড়ে রক্ত পরিক্ষা ও সচেতনতা  শিবির উদ্বোধন করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এইডস হলেও সুস্থ থাকা যায় ,সুস্থ শিশু জন্ম গ্রহন সহ একাধিক গুরুত্ত্ব পূর্ন্য বিষয় তুলে ধরা হয় এখানে। বিশাল শোভা যাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় করে মানুষ এই শোভাযাত্রা দেখেছে। 

RELATED ARTICLES

Most Popular