Homeএখন খবরবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

  অরুণ কুমার সাউ, মেদিনীপুর:    বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ সমূহের ৩৪  তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো বুধবার। এদিন বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে এই খেলার শুভ সূচনা হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন নিবন্ধক জয়ন্ত নন্দী, কলা ও বাণিজ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক শিবাজীপ্রতিম বসু, বিজ্ঞান বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক সুব্রত কুমার দে এবং ছাত্র – কল্যাণ বিভাগের আধিকারিক অধ্যাপক অশোক কুমার।বিগত বছরগুলোর ন্যায় এই বছরও বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুরু হলো আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা । বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই প্রতিযোগিতাটিতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ২৯ টি কলেজ যোগদান করেছে ।অংশগ্রহণকারীছাত্র-ছাত্রীর  সংখ্যা ৩৩২ জন । ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক পৃথক ইভেন্টের আয়োজন করেছেন আয়োজকগন । ছাত্রদের জন্য মোট ১৪ টি ইভেন্ট এবং ছাত্রীদের জন্য পৃথকভাবে ১২ টি ইভেন্ট নিয়ে এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য যে, প্রান্তিক স্তরের বিশ্ববিদ্যালয় হয়েও সম্প্রতি ভিন রাজ্যের তত্ত্বাবধানে আয়োজিত অনেক প্রতিযোগিতাতেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেরার শিরোপা পেয়েছে । বিশ্ববিদ্যালয় স্তরের এই প্রতিযোগিতা চলবে দুদিন ধরে । বৃহস্পতিবার ডিসেম্বর প্রতিযোগিতা শেষে প্রতিটি খেলায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দের হাতে পুরস্কার প্রদান করা হবে । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস আধিকারিক সুহাস বারিক মহাশয় ।

RELATED ARTICLES

Most Popular