নিজস্ব সংবাদদাতা: গত ৩০শে নভেম্বর পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপির সংঘর্ষে আহত তৃনমূল কর্মীর মৃত্যু হল ১০দিনের মাথায়। মুখমন্ডলে গুরুতর আঘাত নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন ওই থানার বাঁশকোনী গ্রামের ৭৩বছরের এই কর্মী মাধব ঘোড়াই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দাঁতনের বিধায়ক তথা তৃনমূল নেতা বিক্রম প্রধান জানিয়েছেন, ” রবিবার সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হয়েছে আমাদের ওই সক্রিয় কর্মীর। আগামীকাল অর্থাৎ সোমবার ওঁর মৃতদেহ এসে পৌঁছানোর পর দাঁতন থানাকে মরদেহ নিয়ে মিছিল হবে ওঁর বাড়ি অবধি।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দলীয় সূত্রে জানা গেছে সোমবার ময়নাতদন্তের পর বেলা ২টা নাগাদ দাঁতনে মরদেহ এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিকে সোমবারই প্রায় একই সময়ে জেলার খড়গপুরের প্রশাসনিক সভায় উপস্থিত থাকছেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিধানসভা উপনির্বাচনে খড়গপুরে দলীয় প্রার্থীর জয়ে খড়গপুর শহরবাসিকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের সরাসরি সুবিধা প্রদান করবেন তিনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দাঁতন তৃণমূলের পক্ষে জানানো হয়েছে মূখ্যমন্ত্রীর সভার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে কিন্ত ঘোড়াইয়ের মৃত্যুতে সেই পরিকল্পনা কিছু রদবদল ঘটানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর সভায় টোকেন একটি জমায়েত করা হবে। বেশিরভাগ কর্মীই থেকে যাবেন ঘোড়াইয়ের শোক মিছিলে অংশ নেওয়ার জন্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত ৩০শে নভেম্বর বিজেপি একটি মিছিলের আয়োজন করেছিল পুলিশের মিথ্যা মামলা ও তৃণমূলের সন্ত্রাসের আভিযোগে। দাঁতনের ঘোলাই মোড়ে এই মিছিল আসার পরই তৃণমূলের সঙ্গে সংঘর্ষ হয়। তৃণমূলের আভিযোগ ছিল বাজারে থাকা তাঁদের কর্মীদের ওপর আচমকাই লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায় বিজেপি কর্মীরা। যদিও বিজেপির বক্তব্য ছিল তাদের মিছিল আটকেছিল তৃণমূলের একটি অংশ যা কিনা তৃণমূলের অপর অংশ মেনে নিতে পারেনি। তারপর নিজেদের মধ্যে সংঘর্ষ হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও মিছিল আটকানোর চেষ্টার পরই বিজেপি কর্মীরাই আক্রমন চালায় এবং প্রস্তুতি না থাকায় তৃনমূল কর্মীরাই এক তরফা মার খেয়ে যায় এমনই জানা গেছিল স্থানীয় ভাবে। ঘটনায় ৭জন তৃণমূল কর্মী এক তরফা আহত হন। যাঁর মধ্যে ঘোড়াই সহ দুজনের অবস্থা খারাপ ছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে আগামীকালের মিছিলকে ঘিরে কোনও অপ্রীতিকর অবস্থা এড়াতে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হচ্ছে দাঁতনে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দাঁতন, মোহনপুর ও বেলদা থানা থেকে যে পুলিশ কর্মীদের তোলা হয়েছিল তার কিছু রদবদল করা হতে পারে। মোতায়েন করা হচ্ছে দাঙ্গা দমন বাহিনীকেও।