Homeএখন খবরআসেকার উদ্যোগে সাঁওতালি ভাষায়, অলিচিকি হরফে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের পরীক্ষা শুরু...

আসেকার উদ্যোগে সাঁওতালি ভাষায়, অলিচিকি হরফে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের পরীক্ষা শুরু হল

নিজস্ব সংবাদদাতা : মাতৃভাষায় শিক্ষা ও সংস্কৃতি বিস্তারের জন্য নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে  আদিবাসী সোশিও এডুকেশনাল এন্ড কালচারাল অ্যাসোশিয়েসন, সংক্ষেপে আসেকা। আর তারই অঙ্গ হিসাবে সাঁওতা সেচেদ লাকচার সেমলেদ অর্থাৎ আসেকা সানতালি শিক্ষাবোর্ডের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আসেকা সাঁওতালি শিক্ষা বোর্ডের এই পরীক্ষা নেওয়া হচ্ছে। সার্টিফিকেট ও ডিপ্লোমা এই দু’টি কোর্সের পরীক্ষা আজ একই সঙ্গে নেওয়া হচ্ছে বিভিন্ন পরীক্ষা সেন্টারে। আজকেই এ মরসুমের প্রথম ও দ্বিতীয় এই দুটি অর্ধে পরীক্ষা নেওয়া হল । সার্টিফিকেট  ও ডিপ্লোমা এই দুটি কোর্সের প্রথম অর্ধের পরীক্ষা হয়  সাঁওহেদ (সাঁওতালি)

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবং দ্বিতীয় অর্ধে পরীক্ষা নেওয়া হয়  সার্টিফি কোর্সের ইংরেজি এবং ডিপ্লোমা কোর্সের রনড় (ব্যকরণ)। এই সাঁওতালি শিক্ষাবোর্ডের পক্ষ থেকে আজ সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে । জানা গেছে ছুটির দিনে অর্থাৎ আগামী ২৫ ও ২৯ অর্থাৎ বুধবার ও রবিবার  এই পরীক্ষা নেওয়া হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাঁওতালি ভাষা অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুরমু এই অলচিকি লিপি কে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষে ১৯৬৪ সালে এই সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পন্ডিত রঘুনাথ মুর্মুর এই শিক্ষা বোর্ড থেকে সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে লেখাপড়া শুরু হয়েছে। এবং তা পশ্চিমবঙ্গেও  ব্যতিক্রম নয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আসেকার অবিভক্ত মেদিনীপুর সভাপতি সিংরাই মুর্মু জানিয়েছেন, ”দুটি উদ্দেশ্য নিয়ে মুলত আমরা এই উদ্যোগ নিয়ে থাকি। প্রথমত সাঁওতালি জনগোষ্ঠীর মধ্যে মাতৃভাষা চর্চা ও সংস্কৃতির বিকাশ ঘটানো দ্বিতীয়ত অন্য জনগোষ্ঠীর মানুষ যাঁরা এই সংস্কৃতিকে জানতে ও পরিচিত হতে চান তাঁদেরকে জানতে সাহায্য করা।”  

RELATED ARTICLES

Most Popular