ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তা নিয়ে এদিন রাতেই রাজ্যের বিভিন্নপ্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ করতেও দেখা যায়। এরপরই শুক্রবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে ফের একবার মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একেই বছর ঘুরলেই রাজ্যে নির্বাচন, তারওপর বৃহস্পতিবার দিলীপ ঘোষের কনভয়ে আচমকা হামলার পর তাঁর শুক্রবারের মন্তব্য স্বাভাবিকভাবেই বেশখানিকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
এদিন দিলীপবাবু বলেন, “বিজেপি রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয়। গণতন্ত্রে ক্ষমতা বদল ভোটের মাধ্যমে হওয়া উচিত। সবাই যাতে শান্তিতে ভোট দিতে পারেন সেটি দেখতে হবে। বিজেপি কর্মী হিসেবে বলতে পারি আমি সংবিধানে বিশ্বাসী। নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষপাতী আমরা নই, যেটা অমিত শাহও বলে গিয়েছেন।” পাশাপাশি এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘আমি বাংলায় ৩৫৬ চাই না, নীতিগত ভাবে সেটার পক্ষে নই আমরা। কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলার পরিবেশ যে দিকে যাচ্ছে তাতে ভবিষ্যতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।”
এদিকে শুভেন্দু অধিকারীর তৃণমূল থেকে দূরত্ব বাড়ায় রাজনৈতিক মহলের একাংশের অনুমান, শীঘ্রই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন শুভেন্দু। এবিষয়ে এদিন দিলীপবাবু বলেন, “বিজেপির কোনও নেতার সঙ্গেই শুভেন্দুবাবুর কোনও কথা হয়নি। শুভেন্দু অধিকারী বড় নেতা। তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। আমাদের দলে এলে আমরা তাঁকে স্বাগত জানাবো।”