অরুণ কুমার সাউ, তমলুক : আজ বুধবার নিমতৌড়ির কুলবেড়্যা ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে ‘মহাকাশ ও সূর্যগ্রহণ’ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়৷ সেমিনারে বক্তব্য রাখেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ড. মধূসুদন জানা, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা সম্পাদক সুমন্ত সী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকুল চন্দ্র দাস মহাশয়৷ বক্তারা তথ্যচিত্রের মাধ্যমে আসন্ন গ্রহণের নানা দিক তুলে ধরেন৷ গ্রহণকে কেন্দ্র করে এখনো যে কুসংস্কার প্রচারিত হয় তার বিরুদ্ধেও সচেতন হওয়ার আহ্বান জানান তারা৷ আগামী ২৬ শে ডিসেম্বর ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা সূর্যের বলয় গ্রহণ৷
এই গ্রহণকে কেন্দ্র করে ছাত্র -ছাত্রী বিজ্ঞান অনুরাগী মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ মূলত দক্ষিণ ভারতে এই বলয় গ্রহণ দেখা যাবে৷ কলকাতা বা আশপাশের এলাকায় খন্ডগ্রহণ দেখা যাবে৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ব্রেকথ্রুর জেলা সম্পাদক সুমন্ত সী বলেন জেলার বিভিন্ন জায়গায় ২৬ তারিখ তাঁরা পর্যবেক্ষণ ক্যাম্প করবেন৷ এজন্য সান ফিল্টার বুকলেট ইত্যাদির ব্যবস্থা সংস্থার পক্ষ থেকে করা হয়েছে৷সভা শেষে প্রধান শিক্ষক নকুল চন্দ্র দাস মহাশয়কে সভাপতি এবং শ্রাবন্তী গায়েন ও প্রদীপ মাইতিকে যুগ্ম সম্পাদক করে নিমতৌড়ি সায়েন্স সোসাইটি গঠিত হয়৷