Homeএখন খবরতমিলনাডুতে অনূর্ধ্ব ১৯বছর মেয়েদের ভলিবল প্রতিযোগিতায় প্রি কোয়াটার ফাইনালে উঠল...

তমিলনাডুতে অনূর্ধ্ব ১৯বছর মেয়েদের ভলিবল প্রতিযোগিতায় প্রি কোয়াটার ফাইনালে উঠল বাংলা

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ ৬৫তম রাজ্য স্তরের স্কুল অনূর্ধ্ব ১৯বছর  বালিকা ভলিবল প্রতিযোগিতায় প্রি কোয়াটার ফাইনালে উঠল বাংলা দল।৬৫ তম রাজ্য স্তরের স্কুল অনূর্ধ্ব ১৯ বছর  বালিকা ভলিবল চাম্পিয়নশিপ ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ুর ধরমাপুরী স্টেড়িয়ামে । ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।বাংলা দল প্রথম খেলায় শনিবার  এন ভি এস কে ৩-০ সেটে পরাজিত করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার দ্বিতীয় খেলায় বাংলা দল ৩-০ সেটে সরাসরি পাঞ্জাবকে পরাজিত করে প্রি কোয়াটার ফাইনালে উঠল।বাংলার কোচ তথা পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের  ক্রীড়া শিক্ষক কিশোর মালাকার ফোনে আমাদের প্রতিনিধিকে জানান,বাংলার মেয়েরা দুর্দান্ত খেলে পরপর দুটি টিমকে সরাসরি পরাজিত করে প্রি কোয়াটার ফাইনালে উঠেছে।আগামী খেলাগুলোতে বাংলা দল । আরও ভালো পারফরমেন্স করবে বলে তিনি আশাবাদী।

RELATED ARTICLES

Most Popular