গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ৬৫তম রাজ্য স্তরের স্কুল অনূর্ধ্ব ১৯বছর মেয়েদের ভলিবল প্রতিযোগিতায় কোয়াটার ফাইনালে উঠল বাংলা দল।৬৫ তম রাজ্য স্তরের স্কুল অনূর্ধ্ব ১৯ বছর মেয়েদের ভলিবল চাম্পিয়নশিপ ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে তামিলনাড়ুর ধরমাপুরী স্টেড়িয়ামে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।বাংলা দল প্রথম খেলায় শনিবার এন ভি এস কে ৩-০ সেটে পরাজিত করে।রবিবার দ্বিতীয় খেলায় বাংলা দল ৩-০ সেটে সরাসরি পাঞ্জাবকে পরাজিত করে প্রি কোয়াটার ফাইনালে উঠে।সোমবার প্রি কোয়াটার ফাইনালে তেলেঙ্গানার মুখোমুখি হয় বাংলা দল।বাংলা ৩-০ সেটে সরাসরি তেলেঙ্গানাকে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামীকাল মঙ্গলবার কোয়াটার ফাইনালে কর্ণাটকের মুখোমুখি হবে বাংলা দল।আজকের খেলায় বাংলার পক্ষে খুব ভাল পারফরমেন্স করে দিশা ঘোষ,দেবাংশী তিওয়াড়ী,পায়েল বিশ্বাস,সুস্মিতা দত্ত ও পিয়ালী ধর।।বাংলার কোচ তথা পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক কিশোর মালাকার ফোনে আমাদের প্রতিনিধিকে জানান,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলার মেয়েরা দুর্দান্ত খেলে আজ তেলেঙ্গানা দলকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে কোয়াটার ফাইনালে উঠেছে।আগামী খেলাগুলোতে বাংলা দল
আরও ভালো পারফরমেন্স করবে বলে তিনি আশাবাদী।