নিজস্ব সংবাদদাতা: নতুন বছরের প্রথম মাস একটু হৈচৈ করে কাটে। কেউ কেউ বেড়াতে যান, কেউ আবার কাছে পিঠেই পিকনিক অথবা নতুন মাস জুড়ে বাড়িতেই টুকিটাকি। বাঙালির সাধের পৌষ পার্বনও এই নতুন মাসেই। অনেকে নতুন উদ্যোগ , ব্যবসা, গৃহ প্রবেশ ইত্যাদির জন্য নতুন বছরকে বেছে নেন। আর এ সবের জন্যই দরকার হয় টাকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু সমস্যা হচ্ছে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রায় ১৬দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। তাই দিনক্ষণ জেনে রাখাটা খুবই জরুরি।না হলে সময় মত টাকার যোগান পেতে সমস্যা হতে পারে। ২০২০ সালের ব্যাংকের ছুটির ক্যালেন্ডার বলছে, দুটি শনিবার ও চারটি রবিবার মিলিয়ে নতুন বছরের প্রথম মাসেই কমপক্ষে ১৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি ছুটি রয়েছে৷ ২ জানুয়ারি ছুটি৷ ৫ জানুয়ারি, ৮ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১২জানুয়ারি, ১৪জানুয়ারি, ১৫জানুয়ারি, ১৬জানুয়ারি, ১৭জানুয়ারি, ১৯জানুয়ারি, ২৩জানুয়ারি, ২৫জানুয়ারি, ২৬জানুয়ারি ও ৩০ জানুয়ারি বিভিন্ন রাজ্যের বিভিন্ন ছুটির কারণে অনেক ব্যাংক বন্ধ থাকবে৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানুয়ারি মাসের ৫ জানুয়ারি, ১২জানুয়ারি, ১৯ জানুয়ারি ও ২৬ জানুয়ারি, রবিবার৷ ১১ ও ২৫ জানুয়ারি দ্বিতীয় শনিবার থাকায় বন্ধ থাকবে ব্যাংক৷ ৭ ও ৮ জানুয়ারি ইম্ফলে উৎসব৷ ফলে বন্ধ থাকবে ব্যাংক৷ ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষ্যে ছুটি রয়েছে৷ এরপর ১৬ ও ১৭ জানুয়ারি চেন্নাই উৎসব৷ এরপর ৩০ জানুয়ারি সরস্বতী পুজো৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রয়েছে ছুটি৷ ফলে নতুন বছরে ৩১ দিনে মাস হলেও টানা ১৬ দিনের ছুটির সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা৷ এছাড়া ফেব্রুয়ারি মাস লিপইয়ার হওয়ায় ১দিন বাড়তি কাজের দিন পাওয়া যাবে ঠিকই কিন্ত এ মাসেও ১০দিন থাকছে ছুটির দিন। উৎসবের মরসুমে সমস্যা এড়াতে প্রয়োজনীয় অর্থ সময় মত তুলে রাখুন।