বনদপ্তরের ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি |
নিজস্ব সংবাদদাতা: বনদপ্তর মহারাজের অস্থিত্ব জানতে পেরেছিল অনেকদিনই কিন্তু প্রকাশ করেনি এতদিন কারন আরও প্রমান আর নিশ্চিত হওয়ার দরকার ছিল। অবশেষে প্রমান মিলল হাতে নাতে। কালিম্পং জেলার নেওড়া ভ্যালী জাতীয় উদ্যানে বনদপ্তরের পাতা ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গরুবাথান ব্লকের লাভা থেকে প্রায় ২২ কিলোমিটার গভীর জঙলে গত ১৮ ই ডিসেম্বর,২০১৯ বন দপ্তরের ট্যাপ ক্যামেরায় ধরা পড়ে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল(বন্য প্রানী) রবিকান্ত সিনহা এই খবরের সত্যতা স্বীকার করে জানান যে বনদপ্তর ১৮ই ডিসেম্বরই জানতে পারে। তিনি জানান ওই এলাকায় প্রতিনিয়ত পর্যবেক্ষনের কাজ জারী আছে। বনাঞ্চলের পরিমান বেড়ে যাওয়ার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার দেখা মেলায় সবার সাথে বনদপ্তর খুশী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাছাড়া,ওই এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে এতে দুই বৎসর আগেই বনদপ্তর ওয়াকিবহাল।,২০১৭ সালের ১৯শে জানুয়ারী এক ট্যাক্সি চালক আনমল ছেত্রী তার গাড়ী নিয়ে বাড়ী ফেরার পথে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে তার মোবাইল ক্যামেরার মাধ্যমে ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে লেন্সবন্দী করেন।এটা ভাইরাল হওয়ার পরে নড়ে চড়ে বসে বনদপ্তর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার দ্রুত ওই এলাকায় ট্যাপ ক্যামেরা বসায় বনদপ্তর।ওই বছরই ২৩শে জানুয়ারী বনদপ্তরের ট্যাপ ক্যামেরায় আবার রয়্যাল বেঙ্গল টাইগার লেন্সবন্দী হয়।তারপর থেকে বনদপ্তর প্রতিনিয়ত নজর রেখে চলছে।তৃতীয়বার ১৮ ই ডিসেম্বর আবার বনদপ্তরের ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা দিল। বনদপ্তরের উপর মহলের বিধিনিষেধের জন্য খবরটি জানা যায়নি বলে জানান লাভা,রেঞ্জ অফিসার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই খবরে উত্তাল পর্যটকরা। তারা অনেকে ওই এলাকায় যাচ্ছেন যদি দেখা পাওয়া যায় রয়্যাল বেঙ্গলের।তবে ওই জঙ্গলের ভেতর পৌঁছানো সম্ভব না পর্যটকদের।যদি কোনভাবে জঙ্গলের পাশে রয়্যাল বেঙ্গল দেখা যায় এই আশা নিয়ে অনেকে যাচ্ছেন।