Homeএখন খবরদিঘার পথে ভয়াবহ দুর্ঘটনা, হুগলির তৃণমূল নেতা সহ মৃত চার

দিঘার পথে ভয়াবহ দুর্ঘটনা, হুগলির তৃণমূল নেতা সহ মৃত চার

 নিজস্ব সংবাদদাতা: দিঘা বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল হুগলির এক তৃণমূল নেতা সহ চার জনের। ঘটনার জেরে  আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দুজনেরই অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে পুর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রামতারকের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর। নিহত খানাকুলের তৃণমূল কার্যকরী সভাপতি দীপঙ্কর বর ও তাঁর তিন সঙ্গি।  পুলিশ জানিয়েছে , নিহতরা সবাই  খানাকুলের কিশোরপুরের বাসিন্দা। কিশোরপুর থেকেই বুধবার রাত ১২টা নাগাদ একটি মারুতি সুজুকি অলটো নিয়ে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি দীপঙ্কর বর-সহ ছ’জন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে দুরন্ত গতিতে আসার সময় রামতারকের  কাছে আচমকা একটি দশ চাকার মাছের লরি বাইলেন ছেড়ে রাস্তায় উঠে আসে। প্রচণ্ড গতিতে যাওয়া ওই অলটো  গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মেরে আটকে যায়। সেই অবস্থায় গাড়িটিকে নিয়েই লরি বেশ অনেকটা দূর চলে যায়।      ঘটনাস্থলেই মারা যান দীপঙ্করবাবু (৪৫) ও তাঁর তিন সঙ্গী প্রসেনজিৎ দিগের (৪০), রাজকুমার পণ্ডিত (৪২), দিলীপ সামন্ত (৩৯)।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। তাঁরা তৃণমূলের পঞ্চায়েত সদস্য শীতল মাঝি ও পঞ্চায়েতের সুপারভাইজার আশিস সাঙ্কিকে উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের এসএসকেএম হালপাতালে পাঠানো হয়।
   ঘটনার পরেই বিষয়টি নজরে আসে জাতীয় সড়কে টহলরত পুলিশ দলটির। প্রাথমিক ভাবে উদ্ধার কার্য শুরু করেন তাঁরাই

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে, গাড়িটি ছিল দীপঙ্করবাবুর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশের কাছ থেকে খবর পেয়ে খানাকুল থেকে  নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে পৌঁছান। আহতদের তাঁরা নিয়ে যান কলকাতার উদ্দেশ্যে। নিহত চারজনের ময়নাতদন্ত হবে তমলুক হাসপাতালে। পুর্ব মেদিনীপুর ও হুগলির তৃণমূল নেতারা তমলুক হাসপাতাল প্রাঙ্গনে রয়েছেন। 

RELATED ARTICLES

Most Popular