Homeএখন খবরসংক্রান্তির মহাস্নানের আগে দিঘার সৈকতে সাফাই অভিযান করল মৎসজীবি ও পুলিশ

সংক্রান্তির মহাস্নানের আগে দিঘার সৈকতে সাফাই অভিযান করল মৎসজীবি ও পুলিশ

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র ৪৮ঘন্টার অপেক্ষা তারপরই বাঙালির প্রিয়তম পার্বন মকর সংক্রান্তি। পৌষের শেষ দিন আর মাঘের শুরুর সন্ধিক্ষনে সমুদ্র স্নানে অংশ নেন লক্ষাধিক মানুষ। আর তার আগেই সৈকতের পরিচ্ছন্নতা রক্ষায় দিঘা উপকুলে সামিল হলেন মৎসজীবি ও দিঘা কোস্টাল থানার পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার সকালে দিঘা মোহনার মৎস্যজীবি সংগঠন এবং দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশের যৌথ উদ্যোগে চলল এই অভিযান। মোহনা থেকে শুরু করে ১কিলোমিটার এই সাফাই অভিযানে এদিন সামিল হতে দেখা যায় পর্যটকদেরও । সাফাই অভিযানের পাশাপাশি সমুদ্র দূষন বিরোধি সচেনতা তৈরি করতে প্লাস্টিক বিরোধী স্লোগান এবং বর্জনের বার্তাও দেওয়া হয় স্থানীয় দোকানি, ব্যবসায়ীদের প্রতি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযানের সামনের সারিতে এদিন দেখা যায়  দীঘা কোস্টাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় মাইতি  , দীঘা ফিশার ম্যান এন্ড ফিশ ট্রেডার্স  এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস, সভাপতি প্রণব কর সহ অন্যান্য আধিকারিকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্যামসুন্দর দাস জানান, ”মকর সংক্রান্তি আশেপাশের গ্রামগুলি ও পর্যটক মিলিয়ে লক্ষাধিক মানুষ স্নান করবেন দিঘাতে। তাঁদের জন্য একটা পরিছন্ন সৈকত উপহার দিতে চাইছি আমরা। পাশাপশি মানু্ষের কাছে আমরা এই বার্তাও দিতে চাই যে সমুদ্র দুষনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা মৎসজীবিরা। আমরা আমাদের জীবিকা হারিয়ে ফেললে গোটা বিশ্ব জুড়েই তার বিরাট অর্থনৈতিক সংকট দেখা দেবে। কারন সমুদ্র বিপন্ন হলে সামুদ্রিক প্রান বিশেষ করে মাছের সংকট দেখা দেবে।” 

RELATED ARTICLES

Most Popular