ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে কর্মীসভা করছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। কোন কোন অঞ্চলে কি কি কাজ হয়েছে, কোথায় কম ভোট পড়েছে এই নিয়ে এর আগে বিভিন্ন সভায় একাধিক প্রশ্ন করতে শোনা গিয়েছে অনুব্রত মন্ডলকে। এর আগে দলীয় কর্মী সভাকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই নানা বেঁফাস মন্তব্য করতে শোনা গিয়েছে অনুব্রত মন্ডলকে। এবারও তার অন্যথা হল না। শুক্রবার রামপুরহাটে প্রকাশ্য কর্মী সভায় তৃণমূলেরই এক মন্ত্রীকে ‘অপদার্থ’ বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে আচমকা প্রকাশ্য সভায় একজন মন্ত্রীকে এভাবে ভর্ৎসনা করায় স্বাভাবিকভাবেই এদিন খানিক অপ্রস্তুত হয়ে পড়েন মন্ত্রী নিজেও।
জানা গিয়েছে, শুক্রবার রামপুরহাট ১ নম্বর ব্লকে শাসকদলের কর্মিসভা ছিল। এদিন সভায় এসে প্রথম থেকেই সেখানকার দলীয় নেতাকর্মীদের সাথে এলাকার উন্নয়ন সহ নির্বাচন ঘিরে একাধিক প্রশ্নোত্তর করেন অনুব্রত মণ্ডল। সেই সভাতেই এদিন আয়াস অঞ্চলের এক তৃৃণমূল নেতা অনুব্রতবাবুকে এলাকার উন্নয়ন বিষয়ে একাধিক অভিযোগ করেন। এদিন শাসকদলের ওই নেতা বলেন, তাঁর এলাকায় উন্নয়ন হয়নি। তিনি জানান, বারংবার এলাকার বিভিন্ন কাজের কথা বললেও কাজ করছে না প্রশাসন। এদিন ওই তৃণমূল নেতার অভিযোগের পরই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি জানতে চান অনুব্রত। একই সাথে একই ব্যক্তিকে কেন প্রধান ও অঞ্চল সভাপতি করে রাখা হয়েছে তা জানতে চেয়ে মন্ত্রীকে ধমক দিয়ে ‘অপদার্থ’ বলেন অনুব্রত মন্ডল।
এদিকে দলীয় সভায় মন্ত্রীকে ‘অপদার্থ’ বলায় গোটা সভা জুড়ে হাততালিতে ফেটে পড়ে। তবে আচমকা সভার মাঝে একজন মন্ত্রীকে এভাবে অপমান করায় স্বাভাবিকভাবেই অপ্রস্তুতে পড়েছেন মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। তবে এই প্রথম নয়, এর আগে দলীয় সভায় একাধিকবার নানা বেঁফাস মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।