Homeএখন খবরদিঘার হোটেল থেকে মিলল মালিকেরই ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

দিঘার হোটেল থেকে মিলল মালিকেরই ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

               
নিজস্ব সংবাদদাতা: এতদিন সাধরনত হোটেলে পর্যটকের মৃতদেহ মিলেছে দিঘার হোটেল থেকে। কখনও কেউ আত্মহত্যা করেছে হোটেলে, কেউ আবার খুন করার জন্য নিয়ে এসেছে সঙ্গি অথবা সঙ্গিনীকে । বুধবার অবশ্য অন্য চিত্র দেখল দিঘা। হোটেলের ঘর থেকে উদ্ধার হল খোদ মালিলেরই ঝুলন্ত দেহ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নিউ দীঘা হোটেলে লিজ মালিক বিনয় মাইতির মৃত্যুদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।  পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বিনয় মাইতি, বয়স আনুমানিক ৪৫ বছর। মাইতির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোমকপোতা এলাকায়।গত অক্টোবরে মাসে নিউ দিঘার দুই বন্ধু মিলে অন্নপূর্ণা নামক হোটেল আটটি রুম লিজে নেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার রাতে নিজের তাঁর নিজের ১০৩ নম্বর কক্ষে  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে,ঘটনার খবর পেয়ে দিঘা থানার পুলিশ দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সিলিং ফ্যানের মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে জানা যায়,সেই সঙ্গে পুলিশ মৃতদেহ পাল থেকে সুসাইড নোট উদ্ধার করে।সাথে শারীরিক ও মানসিক অবসাদে ভুগছিলেন বলে এই আত্মঘাতী উল্লেখ করেছেন মৃত ব্যক্তি।  পুলিশ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে। 

RELATED ARTICLES

Most Popular