Homeএখন খবর৭১তম প্রজাতন্ত্র দিবসে বাংলা ঝাড়খণ্ড ওড়িশাকে মেলাল খাকুড়দা ইয়ুথ ক্লাবের ম্যারাথন

৭১তম প্রজাতন্ত্র দিবসে বাংলা ঝাড়খণ্ড ওড়িশাকে মেলাল খাকুড়দা ইয়ুথ ক্লাবের ম্যারাথন

 নিজস্ব সংবাদদাতা: এক সময় সুবা বাংলা বলতে বোঝানো হত বাংলা ওড়িশা ও  বিহারকে। এখন বিহার দুভাগে বিভক্ত হয়ে আলাদা করে ঝাড়খন্ড। স্বাধীনতা পেরিয়ে বর্তমানে সব আলাদা রাজ্য। কিন্তু ৭১তম প্রজাতন্ত্র দিবসে সেই তিনরাজ্যকে যেন এক সূত্রে বাঁধল খাকুড়দা ইয়ুথ ক্লাব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের  ৫১ তম বর্ষে পুরুষ ও মহিলাদের নিয়ে আয়োজিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় তিন রাজ্যের প্রায় ১০০প্রতিযোগী অংশ নিলেন রবিবার।     পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক বিভাগে  বেলদা থেকে খাকুড়দা,  ১০ কিলোমিটার ও সাউরি থেকে খাকুড়দা পর্যন্ত  ৪  কিলোমিটার ব্যাপী এই প্রতিযোগিতায় মিলে মিশে গেল এক সময়ের অখণ্ড বঙ্গ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের এক সদস্য জানালেন, এই নিয়ে  ২৪তম বর্ষে পড়ল আমাদের এই ম্যারাথন উদ্যোগ। ওড়িশা ও ঝাড়খন্ড তো আছেই পাশাপাশি দুই মেদিনীপুরের  কাঁথি, হলদিয়া, তমলুক,  বেলদা, খড়গপুর, মেদিনীপুর, ঘাটালের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মহিলা প্রতিযোগী ছিলেন ২০জন । মহিলাদের বিভাগে প্রথম থেকে চতুর্থ  ২০০০ থেকে ৫০০ ও পুরুষ বিভাগে প্রথম থেকে নবম পর্যন্ত ৫০০০ থেকে ১০০ টাকা আর্থিক পুরস্কার ও স্মারক দিয়ে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ।তবে এছাড়াও প্রত্যেকের জন্য রয়েছিল সান্ত্বনা পুরস্কার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের তরফ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রোদ্যৎ  ঘোষ ,জেলা পরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বিদ্যুৎ  দপ্তরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, বিশিষ্ট সমাজসেবী কাওসার আলি ,ক্লাবের অন্যতম সদস্য কিশোরীমোহন গিরি ,আশিস দে সহ অন্যান্যরা ।প্রতিযোগীদের হাতে পুরস্কার গুলি তুলে দেন উপস্থিত অতিথিরা । জমকালো এই প্রতিযোগিতা এলাকাবাসীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো ।সেই সঙ্গে প্রতিযোগিতা কে সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য ক্লাব কর্তৃপক্ষ ও পুলিশ যথেষ্ঠ উদ্যোগী ভূমিকা গ্রহন করে। 

RELATED ARTICLES

Most Popular