নিজস্ব সংবাদদাতা: অটোরিকশা করে দিঘা বেড়িয়ে ফেরার পথে অটো থেকে পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। রবিবার বেলা ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা- রামনগর রাজ্য সড়কের আইলান ব্রীজের কাছে।স্থানীয় সূত্রের খবর, এ দিন আইলান ব্রীজের কাছে চলন্ত অটোরিকশা থেকে পেছনের সিটে বসে ছিলেন বছর পঞ্চাশের সঞ্জীব মান্না। রাস্তার একটি খারাপ জায়গায় অটো নড়ে উঠলে অসাবধানতায় মান্না হঠাৎই পড়ে যান বলে অনুমান করা হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ, গুরুতর আহত ওই ব্যক্তিকে তাঁর বন্ধু ফেলে অটোরিকশা চালিয়ে পালানোর চেষ্টা করছিলেন।তখনই স্থানীয়রা ছুটে এসে অটোরিকশা- সহ চালককে ধরে ফেলেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গুরুতর আহত ওই ব্যক্তির মাথা ও শরীরে ভীষণ আঘাত লেগেছে।পাশাপাশি মাথা ফেটে চৌচির হয়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।সেইসময় ঘটনাস্থলেই হাজির হয় এগরা থানার পুলিশ টহলদারি ভ্যান।স্থানীয় ও পুলিশের তৎপরতায় গুরুতর জখম ওই ব্যক্তিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।দুজনেরই ঘটনার জেরে এ দিন এগরা- রামনগর রাজ্য সড়কের উপর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।