সমুদ্রে এভাবেই ওড়ে পাখি মাছ |
নিজস্ব সংবাদদাতা: কখনও বিশালাকার কৈ ভোলা তো কখনও ডেভিল ফিস। তিমি , সার্ক কি আসেনি পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা মোহনার মাছের বাজারে। আর সেসব দেখার জন্য সমুদ্র ভ্রমনে আসা পর্যটকদের একাংশের নেশাই হল দিনান্তে অন্তত একটি বার বাজারে ঢুঁ মারা। আর এমনই ঢুঁ মারতে গিয়ে ‘মার দিয়া কেল্লা ‘ অবস্থা কয়েকজন পর্যটকের। কারন সোমবার দিঘাতে উঠে এল এক বিরল প্রজাতির উড়ুক্কু মাছ। স্থানীয়রা যাকে পাখি মাছ বলেই ডাকে।
জানা গেছে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া মৎস্যজীবীদের জালে আটকে পড়েছিল ওই মাছটি যার ওজন ৮০ কিলো,১৫ ফুট লম্বা।
দিঘার বাজারে আসা মাছ |
মোহনা বাজারের পাইকারি ব্যবসায়ি বাচ্চু দে র আড়তে আসা মাছটি ১০,০০০ টাকায় কিনে নেয় এ.কে.জি কোম্পানি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে যে কজন পর্যটক মোহনা বাজারে এসেছিলেন তাঁদের কাছ থেকে ফোন পেয়ে অন্য পর্যটকরা বিরল প্রজাতির মাছ দেখতে ভিড় জমান। ফলে জমজমাট হয়ে ওঠে বাজার। সমুদ্র বিজ্ঞানীদের মতে গ্রীষ্ম প্রধান ভূখণ্ডের সমুদ্রতেই এই উড়ুক্কু মাছ ওরফে পাখি মাছ বা ফ্ল্যাইং ফিসের আধিক্য বেশি। প্রায় ৬৪ প্রজাতির উড়ুক্কু মাছ মেলে আর সব থেকে বেশি পাওয়া যায় বার্বাদোস নামক দেশে। যে কারনে ওই দেশকে উড়ুক্কু মাছের দেশ বলা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সমুদ্রের ২০০মিটার গভীরে বাস করা এই মাছ এমনি এমনি পাখির মত উড়ে বেড়ায়না। বিপদ দেখলেই ল্যাজের পাখনায় ভর করে সমুদ্র পৃষ্ঠ ছেড়ে উঠে পড়ে এরা আর পিঠের পাখনা মেলে দিয়ে ৭০কিমি প্রতি ঘন্টায় ৪০০মিটার অবধি উড়তে পারে আর সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২০ফুট ওপরে উঠতে পারে এরা।