Homeএখন খবরপাহাড় প্রমান কাজের বোঝা আর বেতন বাড়ল মাত্র ৫০০টাকা! বাড়তি বেতন ফেরৎ...

পাহাড় প্রমান কাজের বোঝা আর বেতন বাড়ল মাত্র ৫০০টাকা! বাড়তি বেতন ফেরৎ দিয়ে রাজপথে নামার প্রস্তুতি প্রধান শিক্ষক ও শিক্ষিকারা

কনভেনশন শেষে 

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের নতুন বেতনক্রমে (ROPA 2019)রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের বেতন বৃদ্ধি হয়েছে মাত্র ৫০০টাকা! এই  অমর্যাদাকর,অসম্মানজনক পে স্কেল সংশোধনের দাবি কে  সামনে রেখে টাকি গভঃ স্পন্সরড বয়েজ ইনসটিটিউটে (শিয়ালদা ও রাজাবাজারের মাঝে) স্টেট লেভেল কনভেনশন এ মিলিত হলেন রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধানরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁদের দাবি ইতিমধ্যে শিক্ষা দপ্তরের শিক্ষা মন্ত্রী মহোদয় সহ  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে আমরা আমাদের দাবি জানানো হয়েছে ।শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক,অ্যাকাডেমিক সব রকমের কাজের সাথে নন অ্যাকাডেমিক কাজ যেমন সাইকেল বিলি,মিড ডে মিল,কন্যাশ্রী, শিক্ষা শ্রী, ঐক্য শ্রী, এ সি আর এর কাজ করা, কৃমির ট্যাবলেট, আইরন ট্যাবলেট বিলি সহ প্রায়  সকল সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন কাজে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সারা দিন এমন কি সারা রাত জুড়ে কাজের মধ্যে থাকতে হয়। ফলে অবহেলিত হন সংসার ও পরিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর তার পারিশ্রমিক হিসেবে নতুন বেতন ক্রমে তাঁদের  জন্য  মাসিক ৫০০ টাকা বরাদ্দ  মাত্র। তাই ওই টাকা সরকারকে ফেরত দিয়ে দেবেন ।
স্টেট ফোরাম অফ হেডমাস্টার ও হেডমিষ্ট্রেস সংগঠনের আহ্বায়ক এবং কনভেনশন থেকে নব নির্বাচিত সাধারন সম্পাদক , কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল, মথুরাপুরের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানান  রাজ্যে এই প্রথম আমরা একটি কনভেনশন করলাম আর সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে

চলছে কনভেনশন 

১) ৫০০/ টাকা সাম্মানিক আমরা ট্রেজারী চালান করে ফেরত দেবো প্রত্যেকই ২)অমর্যাদাকর  ,অসম্মানজনক পে স্কেল সংশোধনের দাবি জানাচ্ছি ৩)প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে হবে ৪)এক দিনের প্রতীকী কর্ম বিরতি সারা রাজ্য জুড়ে নেওয়া হবে। ৫) শিক্ষা বহির্ভূত কাজে প্রধান শিক্ষক দের নিয়োজিত করা যাবে না।৬)জেলা পর্যায়ের কনভেনশন আগামী মার্চ মাসের মধ্যে শেষ করতে হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৭) ফোরামের স্থায়ী ঠিকানা 17/D Friends Row, Kolkata 75 ৮) আগামী  ১১ ই February,২০২০ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ৯) সংগঠনটি সম্পূর্ণরূপে আরাজনৈতিক চরিত্র বজায় রাখবে।
১০) ROPA 1998 অনুযায়ী BDO,DI OF SCHOOLS,SENIOR LECTURER  দের সমতুল স্কেল দিতে হবে। ১১) এই সংগঠনের সদস্য হতে গেলে অবশ্যই সরকারী সাহায্য প্রাপ্ত/ স্পন্সরড বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা হতেই হবে।১২) সারা রাজ্যের প্রায় ১২ হাজার প্রধান শিক্ষক শিক্ষিকা গণের একটি মাত্র কমন প্ল্যাটফর্ম  এবং মুখপাত্র হিসাবে কাজ করে যাবে। শুক্রবার প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সারা রাজ্যের একটি কার্যকরী কমিটি গঠন হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যার পদাধিকারীরা হলেন , ১) সাধারণ  সম্পাদক শ্রী চন্দন কুমার মাইতি, প্রধান শিক্ষক,কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল,মথুরাপুর,দক্ষিণ ২৪ পরগনা।২)সভাপতি: ড: হরিদাস ঘটক প্রধান শিক্ষক,হলদিয়া বিবেকানন্দ  গভর্নমেন্ট স্পন্সরড হাই স্কুল,পূর্ব মেদিনীপুর। ৩) কোষাধ্যক্ষ: শ্রী অম্বরিস দত্ত।উত্তর ২৪ পরগনা।৪) শ্রী তাপস দে,সহ সভাপতি,প্রধান শিক্ষক, বিজয়গর্ড হাই স্কুল,কলকাতা৫) ড: প্রমোদ তিওয়ারি,হুগলি জেলা৬) ড: পার্থ সারথী দাস ,প্রধান শিক্ষক৭) শ্রী নিমাই পাল,মুর্শিদাবাদ।৮) ড: শান্তনু মণ্ডল ,নদীয়া ৯) ড: সাধন চন্দ্র ঘোষ,বাঁকুড়া।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্রী মাইতি আরও বলেন,  “কুচবিহার থেকে কাকদ্বীপ এর তিন শতাধিক বিদ্যালয় এর মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা গণের উপস্থিতি লক্ষণীয়।২৩ জেলার প্রতিনিধি আলোচনা করলেন। হোয়াটস অ্যাপ ও  ফেসবুকের মাধ্যমে ১ জানুয়ারি তে পরিকল্পনা করে গড়ে ওঠা সংগঠন এর ব্যাপ্তিতে আমরা অভিভূত।”

RELATED ARTICLES

Most Popular