নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনকে ঘিরে সরে যাওয়া কৃষক কী ফের ফিরছে লালপতাকার তলায়? অন্ততঃ শুক্রবারের বৃষ্টি ভেজা দিনেও সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে সিপিএমের কৃষক সংগঠন সারাভারত কৃষক সভার উদ্যোগে কেন্দ্র সরকারের সদ্য পাশ হয়ে যাওয়া কৃষি আইন ও অত্যাবশকীয় নতুন পন্য আইন এর বিরুদ্ধে জমায়েতের চেহারা সেরকমই বার্তা দিল।
শুক্রবার জেলার চারটি স্থানে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছিল কৃষক সভা যার মধ্যে ডেবরা থানার দলপতিপুরে ৬নম্বর জাতীয় সড়কের ৬টি লেনেরই দখল নিয়েছিল লালপাতাকার থিক থিকে ভিড়।ঘটনা যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই বৃষ্টিতে ভিজেই ৬ নম্বর হাওড়া-মুম্বাই জাতীয় সড়কের দখল নিয়েছিল লালপতাকা। খোলা আকাশের নীচেই পাক্কা ২ ঘন্টা তাঁদের চিহ্নিত ‘কর্পোরেটের দালাল’ ও ‘কৃষকদের দুশমন’ বিজেপি কে জন বিছিন্ন করার আহ্বান জানিয়ে জাতীয় সড়কে ৫কিলোমিটার মিছিলও করে উপস্থিত আন্দোলনকারীরা। বিক্ষোভ সভা চলেছে বেলা ১২ টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ২ ঘন্টা। অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক।
ডেবরা ছাড়াও এদিন নারায়নগড়ের সুপ্রিম কারখানার সামনে ৬০ নম্বর চেন্নাই দূর্গাপুর জাতীয় সড়ক অবরোধে সামিল হোন কয়েক হাজার মানুষ। নারায়নগড় বাজার থেকে মিছিল শুরু হয়ে জাতীয় সড়কে ঘন্টা দেড়েক পথ অবোরোধ ও বিক্ষোভ হয়। ঘাটালেও এদিন শহরেও বিরাট মিছিল সহ রাজ্যসড়কের উপর অবস্থান বিক্ষোভ সভা হয়। কৃষকসভার পক্ষে দাবি করা হয়েছে ডেবরার সমাবেশে ৮ হাজার কৃষক সহ পশ্চিম মেদিনীপুরের চারটি সমাবেশে ১২ হাজার মানুষ সমবেত হয়েছিলেন।