Homeএখন খবরবিধানসভার আগে কঠোর নবান্ন, দাদাগিরি ও কেটিপিপির আধিকারিককে মারধরের অভিযোগে বহিস্কৃত দুই...

বিধানসভার আগে কঠোর নবান্ন, দাদাগিরি ও কেটিপিপির আধিকারিককে মারধরের অভিযোগে বহিস্কৃত দুই তৃণমূল নেতা, গ্রেপ্তার করতে উদ্যোগ পুলিশের

দিবাকর জানা ও সেখ সেলিম 

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের আগে দলের বেয়াড়া নেতাদের বার্তা দিতেই কড়া সিদ্ধান্ত নিল নবান্ন। নবান্নের নির্দেশে নজির বিহীন সিদ্ধান্ত নিল পুর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেস। তাপবিদ্যুৎ কেন্দ্রে দাদাগিরি নিরপত্তাকর্মী ও আধিকারিককে মারধর করার অভিযোগে ৭ ঘন্টার মধ্যেই দল থেকে বহিস্কৃত করা হল এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা। এরই সঙ্গে সেখ সেলিম নামে  আরও একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর আগেও দিবাকর জানার বিরুদ্ধে  নানা অভিযোগ ও দাদাগিরির অভিযোগ ওঠে । কাটমানি নেওয়া সহ তার দুর্ব্যবহার ও দাদাগিরি করা নিয়ে অভিযোগ ওঠার পর তাকে সতর্ক করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । কিন্তু তার পরেও তিনি নিজেকে শোধরানোর চেষ্টা করেন নি বলেও অভিযোগ উঠেছে দলীয় স্তরেও। এতদিন ধরে তাকে সতর্ক করা হলেও বৃহস্পতিবার দুপুরে কোলাঘাট তাপ বিদ্যুত কেন্দ্ররভিতরে ঢুকে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা করা ও সিদ্ধার্থ ঘোষ নামে এক আধিকারিককে মারধর করার অভিযোগ ওঠার পর দিবাকর জানা ও সেখ সেলিম কে দল থেকে সাসপেন্ড করা হয়েছে । শিশির অধিকারী জানিয়েছেন যে দলের রাজ্য নেতৃত্বর নির্দেশ মতো এই সাসপেন্ড করা হয়েছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
” আমাদের দলে একটা ডিসিপ্লিন আছে।  সেটা দলের সবাই কেই মানতে হবে । আমরা আগেও বলেছি যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না । তাপ বিদ্যুত কেন্দ্রর কাজে কোনও হস্তক্ষেপ  করা যাবে না। আমরা যেমন দলীয় ভাবে এই ঘটনায় তদন্ত করে দেখছি তেমনই এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশকে বলেছি উপযুক্ত নিতে “, বলে জানিয়েছেন তিনি ।

আক্রান্ত আধিকারিক 

সেলিম ও দিবাকরকে দল থেকে সাসপেন্ড করে বার্তা দেওয়া হয়েছে যে দলে থেকে কেউ দাদাগিরি করলে দল ব্যবস্থা গ্রহণ করবে 
যদিও এই অভিযোগ অস্বীকার করে দিবাকর জানা দাবি করেছেন যে তিনি কাউকে মারেননি , বরং তাকেই মারধর করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সংগঠনের সভাপতি দিবাকর জানা । তিনি দুপুরে কোলাঘাট তাপ বিদ্যুত কেন্দ্রর ভিতরে ঢুকে গন্ডগোলের সুচনা করেন বলেও অভিযোগ । সেই সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনদের তিনি ও তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ ।এমন কি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সিদ্ধার্থ ঘোষ এলে তাকেও মারধর করা হয় । তিনি হাসপাতালে ভর্তি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরের ঘটনার পরই তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার পুরো বিষয়টা নবান্নকে জানান। কথা হয় নবান্নের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। খবর যায় নদিয়া সফররত মূখ্যমন্ত্রীর সঙ্গে। আর তারপরই পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয় কড়া বার্তা।
এদিকে অভিযোগ পাওয়ার পর এবং শাসক দলের মনোভাব বুঝে  পুলিশও তৎপর হয়ে উঠেছে। কঠোর ধারায় মামলা দায়ের করে দুই নেতাকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular