Homeএখন খবরআইআইটি ফ্লাইওভারের তলা দিয়ে রাস্তা চাই, অবরোধে উত্তাল খড়গপুর, জনতা ফিরিয়ে দিল...

আইআইটি ফ্লাইওভারের তলা দিয়ে রাস্তা চাই, অবরোধে উত্তাল খড়গপুর, জনতা ফিরিয়ে দিল রেলকে

নিজস্ব সংবাদদাতা: আইআইটি উড়ালপুলের তলা দিয়ে পুরী গেট হয়ে সরাসরি হোটেল পার্ক ছুঁয়ে খড়গপুর মহকুমা হাসপাতাল যাওয়ার সরাসরি রাস্তা বন্ধ করার উদ্যোগ নিয়েছে খড়গপুর রেল। শুক্রবার সকালে সেই উদ্দেশ্য নিয়ে উত্তর দিকের লেবেল ক্রসিংটি পুরোপুরি ঘিরে দিতে গেলে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে মানুষজন। সেই বিক্ষোভের মুখে আপাতত উত্তরদিকের লেবেল ক্রসিং পুরোপুরি বন্ধ না করে, পায়ে হেঁটে বা সাইকেল থেকে নেমে পের হওয়ার অবস্থা বজায় রেখেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রেলের বক্তব্য হল, পরপর দুটি লেবেল ক্রসিংয়ের ওপর দিয়ে উড়ালপুল বা ফ্লাইওভার হয়ে যাওয়ার পরেও নিচের রেল লাইনের ওপর দিয়ে যাতায়ত বিপদ জনক হয়ে পড়েছে কারন উত্তর দিকের লেভেল ক্রসিংয়ে কোনও প্রহরী বা গেট নেই। আর এর ফলে বেশ কিছু  দুর্ঘটনা ঘটেছে এবং ঘটেই চলেছে। আর এই জন্য চাপ বাড়ছে রেলের ওপর। তাছাড়া উড়ালপুল হয়ে যাওয়ার পর নিচে দিয়ে যাওয়া আসা করবেন কেন?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও এলাকাবাসীর বক্তব্য উড়ালপুল তৈরি হলেও তার ওপর দিয়ে যাতায়ত করার জন্য ফুটপাত নেই দুপাশে। যে রাস্তা শুধুই গাড়ি চলার জন্য তৈরি সেখান দিয়ে মানুষ হাঁটবে কি করে? তাছাড়া সংলগ্ন এলাকায় প্রচুর মানুষ রয়েছেন যাঁরা বয়স্ক, অসুস্থ তাঁদের উড়ালপুল ব্যবহার করার সমস্যা রয়েছে। এলাকাবাসীদের দাবী যাতায়তের জন্য আন্ডারপাশ তৈরি করতে হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তীব্র বিরোধিতা ও বিক্ষোভ শুরু হয়ে যায় লেবেলক্রসিংয়ের রাস্তা বন্ধ করতে আসা কর্মী ও ইঞ্জিনিয়ারদের ঘিরে। খবর পেয়ে ছুটে আসে রেল সুরক্ষা বাহিনী ও আধিকারিকরা। আপাতত হাঁটার রাস্তা বহাল রেখে ফিরে যায়। ঘটনার পর এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। 

RELATED ARTICLES

Most Popular