পলাতক দুই নেতা দিবাকর ও সেলিম |
নিজস্ব সংবাদদাতা: কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও নিরপত্তারক্ষী এবং এক আধিকারিককে মারধরের ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করল কোলাঘাট থানার পুলিশ। জানা গেছে ধৃতের নাম গৌরহরি মাজি। তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মাজিকে শুক্রবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হলে তমলুক জেলা আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক অর্ঘ্য ব্যানার্জি তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের রাখার নির্দেশ দিয়েছেন এবং আগামী সোমবার টিআই প্যারেডের জন্য নির্দেশ দিয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও ঘটনার দুই মূল অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও শ্রমিক নেতা শেখ সেলিম এখনও পলাতক বলেই দাবী পুলিশের।
গৌরহরির গ্রেপ্তারিকে আইওয়াশ বলে দাবী করেছে। বিজেপির অভিযোগ, মুল অভিযুক্তকে আড়াল করতে এই গ্রেপ্তারি। অন্যদিকে তৃনমুলের বক্তব্য, আইন আইনের পথে চলবে। ইতিমধ্যেই দিবাকর ও সেলিমকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি সূত্রে জানা গেছে প্রথমে হম্বিতম্বি করলেও দল এবং পুলিশ কড়া হতেই আশে পাশেই গা ঢাকা দিয়েছে ওই দুই নেতা এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে মিটিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও সরাসরি নবান্নের নির্দেশ থাকায় খুব একটা সুবিধা করে উঠতে পারছেনা।
এদিকে গতকালই ভেঙে দেওয়া হয়েছে জানা ও সেলিম নিয়ন্ত্রিত তৃনমূল ইউনিয়নটি।