মেষ
রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা নিজেদের সামলে চলুন। ব্যবসায় লাভ হবে আজ। যারা নানান শিল্পকলার সাথে যুক্ত তারা কোনো ভালো খবর পেতে পারেন। আজ মনের মধ্যে উদ্বেগ থাকবে সারাদিন।
বৃষ
বৃষ রাশির জাতক জাতিকারা আজ গুরুজনের কথা শুনে চলুন । কাজের জায়গাতে সাবধানে থাকুন। স্ত্রীর সাথে বিবাদ হতে পারে। অন্যের পরামর্শ শুনতে গিয়ে কোনো হওয়া কাজ পন্ড হতে পারে । সেই বিষয়ে সতর্ক থাকুন। কোনো কারণে অবসাদ বাড়বে।
মিথুন
সারাদিন ব্যবসা খুব ভালো যাবে। কাজে অনীহা থাকবে। আজ কোনো আইনি ঝামেলাতে না যাওয়ায় ভালো। সংসারে অশান্তি হতে পারে , মাথা ঠান্ডা রাখুন আজকের দিনটি। বিশেষ করে সকালের সময়টা নিজেকে সংযত রাখুন।
কর্কট
শরীরের দিক দিয়ে আজকের দিনটি খুব একটা সুবিধের যাবেনা। সাবধানে চলুন। বন্ধুর সাথে বিবাদ হতে পারে। পড়ুয়াদের জন্য ভালো সময় যাবে। আজ আপনার করা কোনো কাজের জন্য মানসিক শান্তি থাকবে সারাদিন। ব্যবসাতে বাড়তি আয় হবার সম্ভাবনা আছে।
সিংহ
আজ দূরে কোনো ভ্রমনের পরিকল্পনা না করায় ভালো । কারোর উপকার করতে গিয়ে বদনাম পেতে পারেন। বাড়ির কারো শরীরের সমস্যা নিয়ে মনে কষ্ট বাড়বে। কর্মক্ষেত্রে শুভ সময় আসছে। বাড়িতে নিজেকে সংযত রাখুন , আপনার কথার কারণে বিবাদ হতে পারে।
কন্যা
আজ কোনো দূর সম্পর্কের অথিতি আপনার বাড়ি আস্তে পারে । আজ কোনো খারাপ খবর পেতে পারেন। ব্যবসা ভালোই যাবে। আজ বাইরে না বেরোনোই ভালো। কোনো কারণে মনে অশান্তি লেগেই থাকবে আজ।
তুলা
আজ শত্রুকে জয় করতে সক্ষম হবেন। আজ কোনো ভ্রমনের পরিকল্পনা আজ না করায় ভালো। নিজেকে সামলে চলুন , বাড়িতে বাবা মা এর সাথে বিবাদ হতে পারে। ভাইবোনের সাথে কোনো ঝামেলা হয়ে থাকলে আজ তা মিতে যেতে পারে। আজ গরিব দুঃখীদের দান করে আনন্দ পাবেন।
বৃশ্চিক
ছোট খাটো বিষয় নিয়ে অশান্তি হতে পারে। আজ সকাল থেকেই খুব সামলে চলুন। লটারিতে প্রাপ্তি যোগ আছে। পাউনা আদায় হতে পারে। আজ বাইরে বেরোলে বাড়তি সতর্কতা মেনে চলুন। দুপুরের সময়টা আপনার জন্য ভালো কিছু হতে পারে।
ধনু
হটাৎ কোনো বন্ধুর থেকে উপকার পাবেন। বাইরের বেরোলে বাড়তি সতর্কতা মেনে চলুন। কোমরের যন্ত্রনা আজ আপনাকে সমস্যায় ফেলবে। আজকের দিনটা ভালো খারাপ মিলেই কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে থাকলে আজ মিটে যাবে।
মকর
আজ কোনো কাজের কারনে সম্মান পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আছে। সাবধানে কথা বলুন , সমস্যাতে পড়তে পারেন। নিজের অজান্তেই কারোর বিশ্বাস ভাঙতে পারেন। নিজের দুর্বলতা সামনে না আনায় ভালো।
কুম্ভ
আজ আপনার মিষ্টি ব্যবহার শত্রু পক্ষকে জয় করতে সক্ষম হবে। আত্মীয়ের ব্যবহার মনে কষ্ট দেবে। বাড়তি লাভের সুযোগ আস্তে পারে। স্ত্রী এর শরীরের দিকে নজর দিন।
মীন
আজ মীন রাশির জাতক জাতিকারা কর্মের ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা চিন্তায় ফেলবে। ব্যবসাতে এমন কিছু ঘটতে পারে যা আপনার মনে দ্বিধা দন্দের সঞ্চার করবে। বুদ্ধির জোরে পরিস্থিতি সামলে নিতে সক্ষম হবেন। দূরে কোনো ভ্রমন পরিকল্পনা আজ সার্থক হবেন । নতুন কিছুর পরিকল্পনা আজ না করায় ভালো ।