বর্তমান যমুনা |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শীতের শেষে এখন যমুনা নদীতে জল কমছে। আর তার ফলে আগ্রা শহরের পরিবেশের অবনতি হয়েছে। নরকের দুর্গন্ধ ক্রমশঃ গ্রাস করছে আগ্রা শহরকে। তাজমহলের সৌন্দর্য্য সেই দুর্গন্ধ ঢাকা দিতে পারেনা। অথচ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আগ্রায় তাজমহল দেখতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসময় যাতে শহরের পরিবেশের অবস্থা তত খারাপ না থাকে, সেজন্য বুলন্দশহরে গনগনাহর জলাধার থেকে যমুনায় ৫০০ কিউসেক জল ছাড়া হল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারত সফরে এসে ট্রাম্পের বেশিরভাগ সময় কাটবে দিল্লিতে। এর পাশাপাশি দু’টি শহরে তিনি যেতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই দু’টি শহর হল গুজরাতের আমেদাবাদ ও উত্তরপ্রদেশের আগ্রা। রাজ্যের পদস্থ অফিসার ধর্মেন্দ্র সিং ফোগত বলেন, যমুনার অবস্থার উন্নতির জন্য গনগনাহর থেকে ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সেই জল মথুরায় পৌঁছবে ২০ ফেব্রুয়ারি। আগ্রায় পৌঁছবে ২১ ফেব্রুয়ারি বিকালে। ২৪ ফেব্রুয়ারি অবধি যাতে যমুনায় একটা নির্দিষ্ট পরিমাণ জল থাকে সেজন্য চেষ্টা করা হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার বলেন, যমুনায় বাড়তি জল থাকলে সাধারণত দুর্গন্ধ বেরোয়। কিন্তু জলের পরিমাণ বেশি থাকলে দুর্গন্ধ বেরোবে না। তাঁর কথায়, “দূষণ নিয়ন্ত্রণের জন্য যদি ৫০০ কিউসেক জল ছাড়া হয়, তাহলে একটা প্রভাব তো পড়বেই। এর ফলে মথুরা ও আগ্রায় নদীর জলে অক্সিজেনের পরিমাণ বাড়বে। এর ফলে যমুনার জল হয়ে উঠবে পানের উপযুক্ত। তার দুর্গন্ধও কমবে।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগ্রাবাসীর বক্তব্য প্রতিবছরই যদি এই মরশুমে জল ছাড়া হয় তবে মরা যমুনার দুর্গন্ধ থেকে মুক্তি পেত শহর। নরকবাস হয়ে উঠত না আগ্রা।