ওয়েব ডেস্ক : রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় রীতিমতো নাজেহাল রাজ্য সরকার৷ অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে
করোনা আক্রান্ত রোগীরা বেড না পেয়ে নানা হাসপাতাল ঘুরে ঘুরে অবশেষে বিনা চিকিৎসাতেই মারা যাচ্ছে৷ কোথাও আবার রোগী করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে নির্দিষ্ট করোনা হাসপাতালে ভর্তি হতে বলা হচ্ছে৷ কিন্তু সেখানে গিয়েও বেড মিলছে না রোগীদের। এতে চরিম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও রোগী পরিবারকে৷ কিন্তু করোনা সংক্রমণে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এবার থেকে হাসপাতালে ভর্তির পর কোনও রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাঁকে করোনা হাসপাতালে ভর্তি করার বেড জোগাড় করে দিতে হবে ওই হাসপাতালকেই। বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। এদিন পুরসভা ও রাজ্য প্রশাসনের কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এবিষয়ে স্বাস্থ্যকর্তারা জানান, হাসপাতালে অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি রোগীর করোনায় আক্রান্ত হলে তাঁকে নির্দিষ্ট করোনা হাসপাতালে স্থানান্তরিত করতে অনেক ঝোক্কি পোহাতে হচ্ছে রোগী পরিবারকে। তাই এই নির্দেশিকা।
এবিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, কোনও হাসপাতালে অন্য অসুখ নিয়ে হাসপাতালে ভর্তির পর তিনি করোনায় সংক্রমিত হলে হাসপাতালের নিয়ম অনুযায়ী রোগীকে করোনা হাসপাতালে স্থানান্তর করা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে সে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে রোগী পরিবারের সদস্যদের। কোথায় বেড খালি রয়েছে তা খুঁজে বেড়াতেই সময় নষ্ট হয়ে যাচ্ছে৷ এতে অনেকক্ষেত্রে সময় নষ্ট হওয়ায় রোগীদের বাঁচানো সম্ভব হচ্ছে না। ফলে এই বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দফতরে। অভিযোগে বলা হয়েছে, রোগী করোনা পজিটিভ হওয়ার পর তাকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও কোথায় স্থানান্তর করা হবে তার ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এই বিষয়ে রোগী আত্মীয়দের একাধিক অভিযোগ জমা পড়ার পর এই সমস্যার সমাধানে বৃহস্পতিবার বৈঠকে বসেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার, প্রশাসনিক বোর্ডের তরফে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ, কলকাতা পুরসভায় করোনা উপদেষ্টা চিকিৎসক শান্তনু সেন। এরপর দীর্ঘ আলোচনার পর এদিনের বৈঠকে ঠিক হয়, অন্য রোগ নিয়ে হাসপাতালে ভর্তির পর কোনও রোগী করোনায় আক্রান্ত হলে সেই রোগীকে সরকারি বা সরকার অধিগৃহীত করোনা হাসপাতালে ভর্তি করার দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই।
এক্ষেত্রে রোগীকে স্থানান্তরিত করার আগে হাসপাতালের আধিকারিকদের করোনা হাসপাতালে যোগাযোগ করে সেখানে শয্যার ব্যবস্থা করতে হবে। তারপর রোগীকে একটি রেফারাল কোড দিতে হবে। রোগী সেই করোনা হাসপাতালে গিয়ে রেফারাল কোড বললেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এবিষয়ে এদিন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, “আপাতত কলকাতায় শুরু হবে এই নিয়ম। পরে দরকার মতো তা প্রয়োগ করা হবে অন্যান্য জায়গাতেও।”