✍️কলমে দুর্গাদাস মিদ্যা
(তৃতীয় পর্ব)
বরং বলা যেতে পারে সমাজ গঠনে এরা সকলেই একটা বিশেষ সদর্থক ভূমিকা গ্রহণ করে চলেছেন।
বিশেষ করে বর্তমান সময়ের যুবক-যুবতীরা যেভাবে এগিয়ে আসছেন লিটল ম্যাগাজিনের চর্চায় তা রীতিমতো গর্বের এবং শ্লাঘার ।
আমি তো মনে করি আরও বেশি করে চর্চা হোক এইসব সৃষ্টিশীল ক্রিয়াকর্মের, তাহলে বদ হাওয়া লেগে খাঁচায় পাখি উড়ে যাবে না।
ফিরে আসি সেই কথায়। অর্থাৎ সলতে পাকানোর কথায় লিটল ম্যাগাজিন- এর জন্ম কথায় । হ্যারিয়েট মনরো সম্পাদিত 1912 সালে অর্থাৎ আজ থেকে 108 বছর আগেই আমেরিকা থেকে প্রকাশিত বিশ্বের প্রথম লিটিল ম্যাগাজিন ধরা হয় ।
এই ম্যাগাজিন জন্মলগ্ন থেকেই তার চরিত্রকে চিনিয়ে দিতে গিয়ে Poetry র pটিকে কমলা রঙের এবং তার ভিতরে ছিল একটি রাগী ডানা মেলা সাদা ঘোড়া ।
রাগী কথাটার একটা বিশেষ অর্থ বহন করে। একটা প্রতিবাদ উঠে আসে। ব্যাপারটা ঠিক তাই। তবে একথাও সত্য যে শুধুমাত্র প্রতিবাদই লিটিল ম্যাগাজিন -এর একমাত্র উদ্দেশ্য নয়। সৃজনশীলতা প্রকাশের মানসিকতায় একজন শিক্ষিত যুবক অথবা যুবতী আগ্রহান্বিত হতেই পারেন লিটিল ম্যাগাজিন প্রকাশ করার সিদ্ধান্ত নিতে । এসব আমরা দেখেছি।
এও দেখেছি পকেট খরচের পয়সা দিয়ে কয়েকজন মিলে লিটিল ম্যাগাজিন বের করে উল্লাসে ফেটে পড়ছে। এর ফলে আজ এই বাঙলায় লিটিল ম্যাগাজিন এখন যথার্থই একটি সাহিত্য সৃষ্টির সাধন ক্ষেত্র হয়ে উঠেছে এবং বাণিজ্যিক সাহিত্য পরিবেশনের কর্মধারাকে চ্যালেঞ্জ জানানোর প্রতিস্পর্ধা দেখানোর সাহস পাচ্ছে।
(চলবে…)