Homeএখন খবর২৪ঘন্টায় ভারতে আক্রান্ত বাড়ল ৭০৪, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

২৪ঘন্টায় ভারতে আক্রান্ত বাড়ল ৭০৪, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: করোনা যুদ্ধের তৃতীয় স্তরে গোষ্ঠি সংক্রমনের প্রাবল্য কী বাড়তে চলেছে ? অন্ততঃ গত ২৪ ঘণ্টায় ৭০৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেরকমই মনে হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৬ এপ্রিল, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৮১।

কোভিড ১৯ সংক্রমণে দেশে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত ভারতে ১১১ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩১৯ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ আক্রান্তের বর্তমান সক্রিয়ের সংখ্যা ৩৮৫১। ইতিমধ্যেই সমস্ত রাজ্যগুলিকে নতুন করে সতর্ক করেছে কেন্দ্র। বলা হয়েছে সমস্ত রকম প্রস্তুতি নিয়েই যেন তৈরি হয় রাজ্য। কারন পরিস্থিতি এক লাফে হঠাৎই বদলে যেতে পারে । তাই তৈরি থাকতে হবে ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। ভারতের বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৮। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৫৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭১। দিল্লিতে ৫২৩ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে মারা গিয়েছেন ৪৫ জন। গুজরাতে মৃত্যু হয়েছে ১২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান

রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র৭৪৮৪৫৫৬
কেরল৩১৪৫৫
কর্নাটক১৫১১২
তেলেঙ্গানা৩২১৩৪
গুজরাত১৪৪১২২২
রাজস্থান২৭৪২১
উত্তরপ্রদেশ৩০৫২১
দিল্লি৫২৩১৯
পঞ্জাব৭৬
হরিয়ানা৮৪২৫
তামিলনাড়ু৫৭১
মধ্যপ্রদেশ১৬৫
অন্ধ্রপ্রদেশ২২৬
পশ্চিমবঙ্গ৮০১০
বিহার৩২
ছত্তীসগড়১০
উত্তরাখণ্ড২৬
হিমাচল প্রদেশ১৩
গোয়া
ওড়িশা২১
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও নতুন করে ৩ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, ঝাড়খণ্ডে ৪জন ও অসমে ২৬জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ৭তারিখেই ফের রাজ্যগুলির সঙ্গে মতামত শেয়ার করবেন প্রধানমন্ত্রী মোদি। আর সেখানেই রাজ্যগুলি কী ধরনের প্রস্তুতি নিয়েছে তা জানা যাবে। প্রয়োজনে রাজ্যগুলিকে পরামর্শ ও নির্দেশিকাও দিতে পারে কেন্দ্র।

কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৪১০
জম্মু-কাশ্মীর১০৯
চণ্ডীগড়১৮
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১০
RELATED ARTICLES

Most Popular