নিউজ ডেস্ক: গতবছর অক্টোবরের পর (শুক্রবার) একদিনে প্রথমবার আক্রান্ত ৫৯,০০০। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার ছিল করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৩ হাজার। শুক্রবার তা ছাড়িয়ে গেল ৫৯ হাজার। ২০২০ সালের ১৯ অক্টোবরের পর একদিনে এত বেশি মানুষ আক্রান্ত হননি এই মারণ ভাইরাসে।
বিশেষজ্ঞরা মনে করছেন যে ফেব্রুয়ারি মাস থেকেই এদেশে করোনার দ্বিতীয় ঢেউ আসতে শুরু করেছে। কারণ ফেব্রুয়ারি থেকে ভারতে কোভিড সংক্রমণের গ্রাফ ফের ঊর্ধবমুখী। তার আগে সারা দেশে দৈনিক সংক্রমনের সংখ্যা কমে গিয়ে ১০ হাজারে নেমে যায়। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে ফের তা বেড়ে ৫i০ হাজারের গণ্ডি পর্যন্ত ছাড়িয়ে গেছে। গিয়েছে।
দৈনিক আক্রান্ত বৃদ্ধির জেরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। এ বছর ফেব্রুয়ারিতে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছিল দেড় লক্ষের আশপাশে। শুক্রবার ফের তা ৪ লক্ষ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৬৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই ১১১ জন। এ নিয়ে মোট ১ লক্ষ ৬০ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে।
দেশের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে এই-দৈনিক সংক্রমনের সংখ্যা সবচেয়ে বেশি। এ ব্যাপারে রোজই নতুন নজির গড়ছে মহারাষ্ট্র। বৃহস্পতিবার সে রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ৩২ হাজারের কাছাকাছি। আজ তা প্রায় ৩৬ হাজার। কর্নাটক, ছত্তীসগঢ়, পঞ্জাবে দৈনিক সংক্রমণ দু’হাজার ছাড়াচ্ছে।