Homeএখন খবরচলন্ত পুল কারে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৪ক্ষুদে পড়ুয়ার, আহত ৮

চলন্ত পুল কারে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৪ক্ষুদে পড়ুয়ার, আহত ৮

নিজস্ব সংবাদদাতা: স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চলন্ত পুলকারে আগুন লেগে যাওয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজন শিশুর। ৪ থেকে ৬ বছর বয়সী শিশুদের মৃত্যু ছাড়াও আহত হয়েছে আরও ৮ জন শিশু।  শনিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাঙ্গরুর জেলায়। পুলকার থাকা বাকি আটজন পড়ুয়াকে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে চালক। পরে তাদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , ওই শিশুরা সাঙ্গরুর জেলার লোংওয়াল শহরে অবস্থিত সিমরন পাবলিক স্কুলের পড়ুয়া। শনিবার দুপুরে স্কুল ছুটির পর ১২ জন পড়ুয়াকে নিয়ে ওই পুলকারটি ফিরছিল। আচমকা তাতে আগুন লেগে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে গাড়ি থেকে ওই শিশুদের উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়েও যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চারজনকে মৃত বলে ঘোষণা করেন সেখানে কর্তব্যরত চিকিৎসকরা। বাকি পড়ুয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় পুলিশ জানিয়েছে,  শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে লোংওয়াল-সিদসমাচার রোডে। আচমকা ওই পুলকারে আগুন লেগে চারজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। বাকি আটজন পড়ুয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ফরেনসিক বিশেষজ্ঞরা। 

RELATED ARTICLES

Most Popular