ওয়েব ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলে আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে ইতিমধ্যেই নানা পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ার পর থেকেই ফের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে নানা অসামাজিক কাজকর্ম। কোথাও মারধোর করা হচ্ছে রাজনৈতিক কর্মীদের, কোথাও আবার খুনের হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকাশ্য দিবালোকে এক সাংঘাতিক ঘটনার সাক্ষী থাকলেন দেগঙ্গাবাসী। বোমা বাঁধতে গিয়ে ঘটে গেল বিস্ফোরণ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা আকুঞ্জি পাড়া এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছে ৪ দুস্কৃতি৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার দেগঙ্গার বেড়াচাঁপা আকুঞ্জি পাড়া এলাকায় এই পরিত্যাক্ত বাড়ির মধ্যে বোমা বাঁধছিল ৪ দুস্কৃতি। আচমকা বোমা ফেটে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। হঠাৎ এমন তীব্র শব্দ কানে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। দেখেন গুরুতর জখম হয়ে ৪ দুস্কৃতি মাটিয়ে পড়ে রয়েছেন। পাশে পড়ে আছে বোমা বাঁধার সুতো ও বারুদ। এরপরই স্থানীয়দের নেতৃত্বে দেগঙ্গা থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে পুলিশ দেখে জখম অবস্থাতেই পালিয়ে যায় ৩ দুস্কৃতি। কিন্তু তাদের মধ্যে ১ জন পালাতে না পারায় তাকে হাতেনাতে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। এরপর পুলিশের তরফেই তাকে প্রথম এলাকারই একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু ক্রমশ তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল ও মোবাইল ফোন সহ বোমা বাঁধার বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
যদিও ঠিক কি উদ্দেশ্যে ওই ৪ দুস্কৃতি বোমা বাঁধছিল, তাদের সাথে বড় কোনো মাথার যোগ ছিল কিনা তা জানা যায়নি। তবে সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ কায়দায় শুরু করে দিয়েছে প্রচার। ফলে মনে করা হচ্ছে, মূলতঃ সামনের নির্বাচনের জন্যই আগে থেকে এত পরিমান বোমা বেঁধে মজুত করে রাখছিল ওই ৪ যুবক। বাকি ৩ যুবককের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এদের সাথে আরও বড় কোনো দুস্কৃতির যোগ আছে কিনা তা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।