Homeএখন খবরEXCLUSIVE : 200 কোটি গুগুল ক্রোম ব্যবহারকারী বিপদের মুখে ! যেকোন সময়...

EXCLUSIVE : 200 কোটি গুগুল ক্রোম ব্যবহারকারী বিপদের মুখে ! যেকোন সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনাও 

ডিজিটাল ডেস্ক : সম্প্রতি এসেছে এমনি চাঞ্চল্যকর তথ্য । প্রায় 200 কোটি মানুষ হতে পারেন এই বিপদের সম্মুখীন।  লকডাউন পরিস্থিতিতে মানুষজন সারাদিন বাড়িতেই বসে । তাদের বিনোদনের একমাত্র পন্থা ইন্টারনেট । এই এই ইন্টারনেট ব্যবহারের জন্য বহু প্রচলিত ও জনপ্রিয় ব্রাউজার গুগুল ক্রোম । বর্তমানে এর গ্রাহকের সংখ্যা প্রায় 310 মিলিয়ন । 

সম্প্রতি গুগলের একটি ব্লগ পোস্ট থেকে উঠে এসেছে এমনি চাঞ্চল্যকর তথ্য । গুগুল তাদের এই ব্লগ পোস্টে জানায় , তাদের ক্রোম ব্রাউজারে একটি বাগ রয়েছে যা প্রচুর লোকের ক্ষতির কারন হতে পারে । যদিও কি এই বাগ সেই বিষয়ে গুগুল কিছু পরিষ্কার করেনি । তবে তারা এটা জানিয়েছে খুব কম দিনের মধ্যেই এই ত্রুটি ঠিক করা হবে ও নতুন আপডেট পাঠানো হবে।

আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবেন তার ডিভাইসে । সূত্রের খবর গুগুল তাদের এই বাগ এর বিষয়ে পরিষ্কার করেনি তার কারণ সংস্থার মতে তাদের বর্তমানে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় 200 কোটি  । আর তারা এই বাগ বিষয়ে যদি পরিষ্কার করে দেয় তবে হ্যাকাররা এই সুযোগ কাজে লাগিয়ে বড়সড় ক্ষতি করে দিলেও দিতে পারে।

এই সমস্যা থেকে মুক্তি পাবার একমাত্র উপায় যা হল ক্রোম এপটির আপডেট এসেছে কিনা তা নিয়মিত দেখা ও এলে সেটি করে নেয়া  । প্রসঙ্গত বলে রাখা ভাল এপটি আপডেটের সময় খেয়াল রাখবেন আপনি যেই ভার্সন টি আপডেট করবেন তার নম্বরটি  ৮১.০.৪০৪৪.১১৩ এটা কিনা । 

আপডেট করলে অবশ্যই এন্ড্রয়েড এর জন্য প্লেস্টোর , আই ও এস এর জন্য এপেল স্টোর ও পিসির জন্য ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন ।

RELATED ARTICLES

Most Popular