Homeকরোনা আপডেটরাজ্যে প্রথম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসক তথা স্বাস্থ্যকর্তার মৃত্যু ,কো-মর্বিডিটি মনে করছে...

রাজ্যে প্রথম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসক তথা স্বাস্থ্যকর্তার মৃত্যু ,কো-মর্বিডিটি মনে করছে রাজ্য

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে প্রথম একজন চিকিৎসক তথা স্বাস্থ্যকর্তার মৃত্যু হল। শনিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। শনিবারই নবান্ন জানিয়েছিল রাজ্যে করোনা আক্রান্তের হার কমছে এবং নতুন কে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।এরপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মৃত্যুর খবর মিলল কলকাতায়।করোনায় আক্রান্ত হয়ে এবার মৃত্যু হল এক স্বাস্থ্যকর্তার।এই প্রথমবার রাজ্যে কোনও স্বাস্থ্যকর্তার মৃত্যু হল করোনায়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই তাঁর মৃত্যুর কারন হিসেবে করোনাকে দায়ী করছে না।

গত কয়েক দিন ধরে সল্টলেকের আমরিতে ভর্তি ছিলেন ওই চিকিৎসক। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। লালারসের নমুনা কোভিড-১৯ পরীক্ষার জন্যে পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। শনিবার সন্ধ্যা থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় ওই চিকিৎসককে। ওই দিনই গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আমরি হাসপাতালের মিডিয়া রিলেশন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার দ্রিমি চৌধুরী বলেন, “রাত দেড়টা নাগাদ ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে।” যদিও তাঁর মৃত্যু করোনায় নাকি কো-মর্বিডিটির কারণে সে বিষয়ে স্বাস্থ্যভবন সরকারি ভাবে কিছু জানায়নি।

স্বাস্থ্যদফতর ওই স্বাস্থ্যকর্তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। যদিও ওই ব্যাক্তি করোনায় আক্রান্ত ছিলেন। আদতে মৌলালির সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন ওই ব্যাক্তি। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। সঙ্গে সুগার এবং হাইপারটেনশনও ছিল তাঁর। প্রায় ৮ মাস আগে এসএসকেএমে তাঁর চিকিৎসাও হয়।

সম্প্রতি কিছুদিন ধরে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জ্বরে ভুগছিলেন কয়েকদিন ধরেই। বেহালার স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাচ্ছিলেন তিনি। এরপর শুক্রবার জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হন ওই স্বাস্থ্যকর্তা। উপসর্গ দেখে চিকিৎসকরা তাঁর নমুনা পরীক্ষা করান। রিপোর্টে করোনা পজিটিভ আসে তাঁর। সেই মত চিকিৎসাও চলছিল। কিন্তু শেষ পর্যন্ত মারাই যান ওই স্বাস্থ্যকর্তা। তাঁর পরিবারের লোকেদের এবং স্থানীয় ওই চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular