Homeএখন খবরঘরে থাকি ঠাকুর দেখি - ১

ঘরে থাকি ঠাকুর দেখি – ১

গত ১৫০বছরে এমন অতিমারির সম্মুখীন হয়নি বিশ্ব! বিশেষজ্ঞরা বলছেন এই সময় পুজো হোক কিন্তু উৎসবের মাতামাতি নয়। যত ভিড় তত সংক্রমন। কিন্তু তবুও বাঙালির উৎসব বলে কথা। সেই উৎসবের আনন্দ বাঙালি নেবেনা এমনটা হয়? বিশেষ করে ‘দ্য খড়গপুর পোষ্ট’ যখন আপনার সারা দিনের সঙ্গি হয়ে আছে। আমরা আপনাকে বাংলার সেরা মন্ডপ এবং প্রতিমা দর্শন করাবো বাড়িতে বসেই। কলকাতা থেকে খড়গপুর মেদিনীপুর হলদিয়া তমলুক সমস্ত ঠাকুর দেখুন বাড়িতে বসেই। চোখ রাখুন ‘দ্য খড়গপুর পোষ্ট’ দক্ষিনবঙ্গের বৃহত্তম নিউজ পোর্টালে।  ঘন্টায় ঘন্টায় আপডেট পেতে আমাদের পেজ লাইক করে রাখুন। আসুন ঘরেই থাকি, ঠাকুর দেখি।  এই পর্বে আমরা দেখাবো কলকাতার বিশেষ কিছু প্যান্ডেল

Netaji Sporting Club Laketown
RELATED ARTICLES

Most Popular